AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাইভ পারফরম্যান্স চলাকালীন মোবাইলে রেকর্ডিং! প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন অঞ্জন দত্ত…

Anjan Dutta: অঞ্জন কিছুদিন আগে পারফর্ম করতে উঠেছিলেন স্টেজে। 'বেলা বোস' থেকে শুরু করে 'রঞ্জনা' ঝড় বয়ে যায়। স্টেজে উঠে মানুষের একটি বিশেষ প্রবৃত্তি দেখে বেজায় ছটেছেন অঞ্জন। সঙ্গে-সঙ্গে প্রতিবাদ করেছেন এই বহুমুখী প্রতিভা। কলকাতার মানুষের আচরণে লজ্জিত বোধ করেছেন তিনি। করেছেন বিদেশের সঙ্গে তুলনাও।

লাইভ পারফরম্যান্স চলাকালীন মোবাইলে রেকর্ডিং! প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন অঞ্জন দত্ত...
অঞ্জন দত্ত।
| Updated on: May 14, 2024 | 2:35 PM
Share

সম্প্রতি মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত অভিনীত এবং পরিচালিত ‘চালচিত্র এখনট ছবিটি। ছবিতে তাঁকে মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে। মৃণাল সেনকে জীবনে খুব কাছ থেকে দেখেছেন অঞ্জন। তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছেন। সকলে ছবি দেখে বলাবলি করছেন, ছবিতে অঞ্জনকে নাকি দেখতে লেগেছে হুবহু মৃণাল সেনের মতোই। এই অঞ্জন কিছুদিন আগে পারফর্ম করতে উঠেছিলেন স্টেজে। ‘বেলা বোস’ থেকে শুরু করে ‘রঞ্জনা’ ঝড় বয়ে যায়। স্টেজে উঠে মানুষের একটি বিশেষ প্রবৃত্তি দেখে বেজায় ছটেছেন অঞ্জন। সঙ্গে-সঙ্গে প্রতিবাদ করেছেন এই বহুমুখী প্রতিভা।

কলকাতার অনেকেই আছেন, কোনও লাইভ পারফরম্যান্স দেখতে গেলে পকেট থেকে মোবাইল বের করেন এবং রেকর্ড করেন। বিষয়টি একেবারে পছন্দই করেন না অঞ্জন দত্ত।। গান গাওয়ার ফাঁকে তিনি বেশ কঠিনভাবেই বলে ওঠেন, “অনেকেই আছেন কলকাতায় লাইভ পারফরম্যান্স দেখতে-দেখতে সেটি মোবাইলে রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দেন। এটা তাঁরা কেন করেন আমি বুঝি না। কেবল নিজেরা পয়সা খরচ করে শো দেখতে আসছেন তা কিন্তু নয়। বিষয়টি হচ্ছে, বিনাপয়সায় কেন সামাজিক মাধ্যমে ছাড়েন? প্রশ্নটা আমাকে বারবারই ভাবায়। এতে কার লাভ হচ্ছে? এখনও যখন আমি এই কথাগুলো বলছি, কেউ না-কেউ মোবাইল নিয়ে রেকর্ড করছেন।”

কলকাতার মানুষের এই বুদ্ধি দেখে আরও বেশি রেগে গিয়ে বলেছেন, “বিদেশেও আমি শো করতে যাই। দেশের অন্যান্য জায়গাতেও যাই। কোথাও দেখি না লাইভ পারফরমেন্স চলাকালীন সেটি মানুষ রেকর্ড করছেন মোবাইলে। একমাত্র কলকাতায় এসেই সেটা দেখতে পাই। বিদেশ হলে এখনই গিয়ে মোবাইল এবং টিকিট দুটোই কেড়ে নেওয়া হত।”