ঐন্দ্রিলা নয়, কোন সুন্দরীর আদরে মজলেন অঙ্কুশ?
অঙ্কুশ-ঐন্দ্রিলার এমন খুনসুটি চলতেই থাকে। TV9 বাংলার এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হয়েছিল, নায়ক-নায়িকা সাতপাকে বাঁধা পড়বেন কবে? তাতে জানা গিয়েছে অঙ্কুশ নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার কথা বলেছিলেন। তবে ঐন্দ্রিলা চান পরিবার-বন্ধুবান্ধবদের ডেকে ভালো করে অনুষ্ঠান করে বিয়ে সারতে। নায়িকার কথায়, ''অঙ্কুশ হয়তো তিন-চারটে বিয়ে করবে! কিন্তু আমি তো একটাই বিয়ে করব। তাই সবাইকে ডেকে অনুষ্ঠান করেই বিয়ে করতে চাই। অঙ্কুশ হয়তো ভাবছে পরে আবার বিয়ে করলে, এই বিয়ের টাকাটা জলে যাবে। তাই সেদিকে এগোচ্ছে না!''

বেড়াতে গিয়েছেন নায়ক অঙ্কুশ আর নায়িকা ঐন্দ্রিলা সেন। বিদেশে গিয়ে দারুণ সময় কাটাচ্ছেন নায়ক-নায়িকা। এর মধ্যে হঠাত্ তিন সুন্দরীর সঙ্গে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। আর সেই ছবির সঙ্গে যা লিখেছেন নায়ক, তা পড়ে টলিপাড়ায় হেসে খুন সকলে। অঙ্কুশের বক্তব্য, ”ঈশ্বর এর থেকে বেশি কিছুই চাইনি। চেয়েছি শুধু একটু আদর আর যত্ন । আহা।” তিন সুন্দরীর থেকে আদর আর যত্ন চেয়েছেন, সেই বিষয়টা যেভাবে জনসমক্ষে আনলেন নায়ক, তাতে টলিপাড়ায় অঙ্কুশের বন্ধুরা বেজায় মজা পেয়েছেন। বড়পর্দায় দারুণ কমেডি করেন নায়ক। নন-ফিকশন শোয়ে অঙ্কুশের কমেডি অন্য মাত্রা যোগ করে। ইদানীং সোশ্যাল মিডিয়াতে এমন সব পোস্ট করছেন নায়ক যে, তাঁর অনুরাগীরা বেজায় মজা পাচ্ছেন।
ঐন্দ্রিলা সেনের চোখ যে এড়াবে না এই পোস্ট, তা বোঝাই যায়। ঐন্দ্রিলা ইনস্টাগ্রামে লিখেছেন, ”আচ্ছা। ভালো করেই যত্ন করব।” ঐন্দ্রিলার এমন মন্তব্যেও মজা পেয়েছেন অনেকে। অঙ্কুশকে যে সামলে চলতে বলছেন নায়িকা, সেটা বোঝা গেল। আসলে অঙ্কুশ-ঐন্দ্রিলার এমন খুনসুটি চলতেই থাকে। TV9 বাংলার এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হয়েছিল, নায়ক-নায়িকা সাতপাকে বাঁধা পড়বেন কবে? তাতে জানা গিয়েছে অঙ্কুশ নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার কথা বলেছিলেন। তবে ঐন্দ্রিলা চান পরিবার-বন্ধুবান্ধবদের ডেকে ভালো করে অনুষ্ঠান করে বিয়ে সারতে। নায়িকার কথায়, ”অঙ্কুশ হয়তো তিন-চারটে বিয়ে করবে! কিন্তু আমি তো একটাই বিয়ে করব। তাই সবাইকে ডেকে অনুষ্ঠান করেই বিয়ে করতে চাই। অঙ্কুশ হয়তো ভাবছে পরে আবার বিয়ে করলে, এই বিয়ের টাকাটা জলে যাবে। তাই সেদিকে এগোচ্ছে না!”
