বাবা বনির বিয়ে ভাঙার জন্য নিজেকে দায়ী করেছিলেন অনশুলা, পুরোটা নিজে জানালেন
বনি কাপুরের প্রথম বিয়ের পর দুই সন্তান হয়। অনশুলা কাপুর আর অর্জুন কাপুর। পরে বনি কাপুর শ্রীদেবীকে বিয়ে করেন। তারপর জন্ম হয় জাহ্নবী কাপুর আর খুশি কাপুরের। শ্রীদেবীর মৃত্যুর আগে বহুদিন পর্যন্ত অর্জুন-অনশুলার সঙ্গে বনির দ্বিতীয় পরিবারের সম্পর্ক যে খুব ভালো ছিল তা নয়।

বনি কাপুরের প্রথম বিয়ের পর দুই সন্তান হয়। অনশুলা কাপুর আর অর্জুন কাপুর। পরে বনি কাপুর শ্রীদেবীকে বিয়ে করেন। তারপর জন্ম হয় জাহ্নবী কাপুর আর খুশি কাপুরের। শ্রীদেবীর মৃত্যুর আগে বহুদিন পর্যন্ত অর্জুন-অনশুলার সঙ্গে বনির দ্বিতীয় পরিবারের সম্পর্ক যে খুব ভালো ছিল তা নয়। এ কথা বলিউডের মধ্যে অনেকেই জানেন।
বনির যখন তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে, তখন সেই ঘটনা অনশুলাকে কীভাবে প্রভাবিত করতে শুরু করে, একটা পডকাস্টে এবার খোলসা করলেন অনশুলা। তিনি বললেন, ”যখন এই দূরত্ব তৈরি হতে শুরু করে, তখন আমার মনে হয়, আমার জন্য এই দূরত্ব তৈরি হচ্ছে। ৬ বছর বয়সে আমি এরকম করেই ভাবতে শুরু করেছিলাম। আমি ভাবতাম, আমি আসার আগে বাবা-মা আনন্দে ছিল। আমি আসার পর ওদের মধ্যে সমস্যা তৈরি হওয়া শুরু হয়। জাহ্নবীর জন্মের পর আমার এই কথা আরও বেশি করে মনে হতো। মনে হতো জাহ্নবী আসায় ওর বাবা-মা ভালো আছে। কিন্তু আমি আসার পর আমার বাবা-মা ভালো ছিল না।”
বাবা-মায়ের বিয়ে ভাঙার পিছনে অনশুলার যে কোনও ভূমিকা নেই, এটা অনুভব করতেই বহু বছর কেটে গিয়েছে তাঁর। আর তত দিন বেশ কষ্ট পেয়েছেন বনি-কন্যা, সেটা বোঝাই যাচ্ছে। শ্রীদেবীর মৃত্যুর পর অবশ্য বনির চার ছেলেমেয়ে একে-অন্যের পাশে থাকেন সব সময়ে। এখন কাপুর পরিবারের খুশির হাওয়া। অনশুলা সম্প্রতি তাঁর জীবনসঙ্গীর সঙ্গে বাগদান সেরেছেন।
