‘তুমি কি আমাকেই দেখছ?’ দেবের পোস্ট কি ইঙ্গিতপূর্ণ?
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। যশকে সে কারণে শুভেচ্ছাও জানিয়েছেন দেব। তিনি বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী।
‘তুমি কি আমাকেই দেখছ?’ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ঠিক একথাই লিখেছেন দেব (Dev) অর্থাৎ দীপক অধিকারী। অভিনেতা তথা তৃণমূল সাংসদের এ হেন পোস্ট নিতান্ত সাধারণ হলেও একথা আক্ষরিক অর্থেই সত্যি। অর্থাৎ এখন সকলেই দেবকে দেখছেন। দেবের দিকেই তাকিয়ে রয়েছেন।
এর কারণ কী? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। টলিউডের দলবদলের রাজনীতি প্রতিদিনই সংবাদ শিরোনামে থাকছে। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কেউ বা সক্রিয় রাজনীতির মঞ্চ হিসেবে বিজেপির উপর আস্থা রাখছেন। ফলে প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করছেন। আর এই সবের মধ্যে দেব প্রায় নিশ্চুপ। এর কারণ ঠিক কী?
View this post on Instagram
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। যশকে সে কারণে শুভেচ্ছাও জানিয়েছেন দেব। তিনি বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। তাই যশকে শুভেচ্ছা জানাবেন, এ তো স্বাভাবিক। কিন্তু তাঁর নিজের দলের হয়ে প্রচারে এখনও দেবকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না কেন?
আরও পড়ুন, ‘সেলেব্রিটিদের সেল চলছে’, ফেসবুকে শিল্পীদের নিয়ে মন্তব্যের পর আর কী-কী বললেন শ্রীলেখা?
সূত্রের খবর, দেব এই মুহূর্তে রিয়ালিটি শো ‘ডান্স ডান্স সিজন টু’-র শুটিং নিয়ে ব্যস্ত। সেই ব্যস্ততার কথা দলের সুপ্রিমোকে জানিয়ে রেখেছিলেন। ফলে কিছুদিন পরে তাঁকে হয়তো প্রকাশ্য নির্বাচনী প্রচারে দেখা যেতে পারে।