অরিজিতের টেক্কা হলিউডের তারকাদের, কোন নতুন ইতিহাস গড়লেন বাংলার ছেলে?
অরিজিৎ সিং-এর সাফল্য ধরাছোঁয়ার বাইরে। দেশের এক নম্বর গায়ক তিনি, এমনটা মনে করেন কিছু সঙ্গীতপ্রেমী। এবার হলিউডের তাবড় তারকাদের পিছনে ফেললেন অরিজিত্। সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ফলোয়ারের সংখ্যায় তিনিই এখন বিশ্বের সেরা শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত অরিজিৎ সিংয়ের ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন

অরিজিৎ সিং-এর সাফল্য ধরাছোঁয়ার বাইরে। দেশের এক নম্বর গায়ক তিনি, এমনটা মনে করেন কিছু সঙ্গীতপ্রেমী। এবার হলিউডের তাবড় তারকাদের পিছনে ফেললেন অরিজিত্। সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ফলোয়ারের সংখ্যায় তিনিই এখন বিশ্বের সেরা শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত অরিজিৎ সিংয়ের ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন, যা তাকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, এমনকী কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়েও এগিয়ে দিয়েছে।
কার দখলে কত ফলোয়ার আছে দেখে নেওয়া যাক। অরিজিৎ সিং ১৫১ মিলিয়ন, টেলর সুইফট ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন, আরিয়ানা গ্রান্দে ১০৫.৮ মিলিয়ন, এমিনেম ১০১.৭ মিলিয়ন, বিটিএস প্রায় ৮০ মিলিয়ন।২০১৯ সালে ভারতে এসেছে স্পটিফাই। ছয় বছর সময় পেয়েছেন ভারতের শিল্পীরা। তার মধ্যে অরিজিত্ যেভাবে এশিয়া থেকে উঠে এলেন তালিকার শীর্ষে, তা নিয়ে এখন চর্চা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে অরিজিৎ সিংয়ের গাওয়া কেশরিয়া, তুম কেয়া মিলে, ধুন, জানে তু গানগুলো স্থান পেয়েছে বছরের সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।
অরিজিতের গান যে শুধু দেশের সঙ্গীতপ্রেমীদের পছন্দ নয়, বিশ্বের বিভিন্ন দেশে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে, সেটা স্পষ্ট এই পরিসংখ্যান থেকেই। বাংলা ছবিতে অবশ্য অরিজিতের গাওয়া গানের সংখ্যা তুলনায় কমেছে। সামনে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘ধূমকেতু’-তে গান গেয়েছেন অরিজিত্ সিং। শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁর গাওয়া ডুয়েট মুক্তি পাবে ৭ জুলাই। এই ছবি বড়পর্দায় দেখা যাবে ১৪ অগাস্ট।





