অর্জুনের শুটিং সেটে হঠাৎ হাজির হল কোন অতিথি?
কিছুদিন আগেই মধ্যপ্রদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন অর্জুন। সেই ট্রিপে গ্যাব্রিয়েলা এবং আরিকের সঙ্গে ছিলেন অর্জুনের দুই মেয়ে মায়রা এবং মাহিকা।
এই মুহূর্তে দিল্লিতে শুটিংয়ে ব্যস্ত বলিউড (bollywood) অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। শুটিং সেটে হঠাৎই হাজির অর্জুনের অতিথি। সেই অতিথি অর্জুনের কাছে অত্যন্ত স্পেশ্যাল। সে কারণেই অতিথির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।
অর্জুনের অতিথি হল তাঁর ছেলে আরিক। ছেলের সঙ্গে বিভিন্ন মুডের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যখন আমার লিটল চ্যাম্প আমার সঙ্গে সেটে দেখা করতে আসে।’ দিল্লিতে অর্জুনের শুটিং সেটে আরিককে নিয়ে গিয়েছেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা। যদিও ফ্রেমে তিনি নেই।
View this post on Instagram
কিছুদিন আগেই মধ্যপ্রদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন অর্জুন। সেই ট্রিপে গ্যাব্রিয়েলা এবং আরিকের সঙ্গে ছিলেন অর্জুনের দুই মেয়ে মায়রা এবং মাহিকা। ১৯৯৮-এ বিয়ে করেছিলেন অর্জুন এবং মেহের। তাঁদেরই দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৯-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই জুটির। কিন্তু মেয়েদের সঙ্গে এখনও দারুণ সম্পর্ক রয়েছে অর্জুনের। মেহেরের সঙ্গে থাকলেও মাহিরা এবং মায়কা সময় পেলেই অর্জুন, গ্যাব্রিয়েলা এবং আরিকের সঙ্গে সময় কাটান। বেড়াতে যাওয়ার ঘটনাও তারই নমুনা।
View this post on Instagram
অর্জুনের হাতে এখন পর পর বেশ কিছু কাজ রয়েছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধকড়’-এ অভিনয় করেছেন তিনি। অপর্ণা সেন পরিচালিত নতুন হিন্দি ছবিতে কঙ্কনা সেনশর্মার সঙ্গে অভিনয় করছেন। আবার ঐতিহাসিক ঘরানার ছবি ‘ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’তেও অভিনয় করছেন। সব মিলিয়ে পরিবার এবং কাজ দুটোই ব্যালেন্স করে এগোচ্ছেন অর্জুন।
আরও পড়ুন, ‘আমার মিলিন্দকেই চাই’, কেন এবং কখন বলেছিলেন আলিশা?