মশলা বাটছেন গীতশ্রী, পাশে দাঁড়িয়ে ঊষসী! হচ্ছেটা কী?

‘রান্নাঘর’ এমনিতেই অত্যন্ত জনপ্রিয় শো। দর্শকের দরবারে এই শো-এর জনপ্রিয়তা তুঙ্গে। সেখানেই সদ্য শুট হল দোল স্পেশ্যাল এপিসোড। যেখানে চিংড়ি বা পোলাওয়ের প্রিপারেশন রান্না করলেন শিল্পীরা।

মশলা বাটছেন গীতশ্রী, পাশে দাঁড়িয়ে ঊষসী! হচ্ছেটা কী?
কী করছেন দুই অভিনেত্রী?
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 7:48 PM

হলুদ রঙা শাড়ি পরে বড় কড়াইতে রান্না করছেন ঊষসী। পাশে রঙিন দোপাট্টায় দাঁড়িয়ে অভিনেত্রী গীতশ্রী। অফস্ক্রিন এই দুই অভিনেত্রী ভাল বন্ধুও বটে। রান্নার তালে তালে চলছে গান।

কখনও বা শিলে মশলা বাটছেন গীতশ্রী। পাশে ঊষসী। কিন্তু কী রান্না হচ্ছে? আর এ সব রান্না হচ্ছেই বা কোথায়?

সামনেই দোল। রঙিন হওয়ার দিন। আর সেই উৎসব পালনেই একত্রে হাজির হয়েছেন তারকারা। হাজির হয়েছেন জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘর’-এ। সেখানেই চলছে এই সব আয়োজন। ‘রান্নাঘর’-এ এ বার বসন্ত উৎসব।

‘রান্নাঘর’ এমনিতেই অত্যন্ত জনপ্রিয় শো। দর্শকের দরবারে এই শো-এর জনপ্রিয়তা তুঙ্গে। সেখানেই সদ্য শুট হল দোল স্পেশ্যাল এপিসোড। যেখানে চিংড়ি বা পোলাওয়ের প্রিপারেশন রান্না করলেন শিল্পীরা।

আরও পড়ুন, রং আসলে ভালবাসার প্রতীক: অদিতি পাল

দোল মানেই রকমারি শরবৎ। শুটিংয়ে ছিল তার বিপুল আয়োজন। বছরে এই একটা দিনই রঙিন হওয়ার সুযোগ থাকে সকলের। কেউ বা বছরভর দোলের জন্য অপেক্ষা করেন। ঊষসী, গীতশ্রীরাও তার ব্যতিক্রম নন। ফলে এমন স্পেশ্যাল এপিসোডে অংশ নিতে পেরে খুশি তাঁরা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচন যত এগিয়ে আসছে টলিউডের তারকাদের রাজনৈতিক ভাবে রঙিন হয়ে ওঠা প্রত্যক্ষ করছেন সাধারণ দর্শক। কেউ কেউ নতুন করে রাজনীতিতে যোগ দিচ্ছেন। কেউ বা পুরনো দল ছেড়ে যাচ্ছেন নতুন দলে। সব মিলিয়ে দলবদলের রঙিন রাজনীতিতে সরগরম টলি পাড়া। তার মধ্যেই এ বার প্রকৃত রঙের উৎসব। এনজয় করছেন তারাকারা। আপনি তৈরি তো?