রং আসলে ভালবাসার প্রতীক: অদিতি পাল
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবির ‘আগ লাগা দে গান’ জনপ্রিয় হয়েছিল অদিতির কণ্ঠেই। এই বাঙালি শিল্পীর অনুরাগী দেশ জুড়ে।
দোল আসছে। বছরে এই একটা দিন রঙিন হয়ে ওঠার অপেক্ষায় থাকেন সকলে। আর এমন দিনেই নতুন একটা পদক্ষেপ নিতে চলেছেন গায়িকা (singer) অদিতি পাল। তাঁর পরবর্তী গান ‘রং’। ভালবাসায় মোড়া এই গান মুক্তি পাবে সে দিনই। এই গানে অদিতিকে গিটারে সঙ্গত করেছেন ময়ূখ সরকার এবং বেসে ছিলেন আর জয়ন্ত।
স্বাভাবিক ভাবেই ‘রং’ নিয়ে উত্তেজিত অদিতি। তাঁর কথায়, “রং আসলে ভালবাসার প্রতীক। জীবনের প্রতীক রং। এই গান আসলে ভালবাসাকে জানা, জীবনের আসলে মানে খোঁজার চেষ্টা। ভালবাসার বিভিন্ন ধরন এই মেলোডিতে ধরা রয়েছে। হোলি অর্থাৎ গোটা দেশ জুড়ে পালিত হওয়া রঙের উৎসব। আমার গানও তা নিয়েই। আশা করি সকলের ভাল লাগবে।”
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবির ‘অঙ্গ লাগা দে’ গান জনপ্রিয় হয়েছিল অদিতির কণ্ঠেই। এই বাঙালি শিল্পীর অনুরাগী দেশ জুড়ে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। ফলে তাঁর গান শোনার অপেক্ষায় থাকেন দর্শক।
আরও পড়ুন, রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলেন নীতু?
অদিতি বললেন, “অঙ্গ লাগা দে-র পর যখন এ আর রহমান স্যারের সঙ্গে কাজ করছিলাম, তখন গান তৈরির পুরো পদ্ধতিটাই আমার ভাল লেগে যায়। তখনই আমার কম্পোজিশনে গান রিলিজ করেছিলাম। কিন্তু তখন সব দিক থেকে আমি তৈরি ছিলাম না। করোনার জন্য কিছু পরিকল্পনা পিছিয়েও গিয়েছিল।” অদিতি মনে করেন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম পরীক্ষা করার বড় প্ল্যাটফর্ম। তাঁর গান সব ধরনের শ্রোতার ভাল লাগবে বলে আশাবাদী তিনি।