বিয়ে হয়েছে অক্টোবরে, সন্তান আসছে মার্চে! ট্রোলের মুখে পড়ে রূপসা বললেন…

অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের এক মাস যেতে না যেতেই সুখবর শোনালেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদ্বীপ সরকার। এক বছর আগে ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেছিলেন তাঁরা। এই অক্টোবরেই সামাজিক ভাবে বিয়ে করেন তাঁরা।

বিয়ে হয়েছে অক্টোবরে, সন্তান আসছে মার্চে! ট্রোলের মুখে পড়ে রূপসা বললেন...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 2:13 PM

অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের এক মাস যেতে না যেতেই সুখবর শোনালেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদ্বীপ সরকার। এক বছর আগে ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেছিলেন তাঁরা। এই অক্টোবরেই সামাজিক ভাবে বিয়ে করেন তাঁরা। বিয়ের একমাস ঘুরতে না ঘুরতেই সুখবর শোনালেন অভিনেত্রী। শিশুদিবসে সমাজমাধ্যমের পাতায় পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে জুনিয়র ‘রূপসায়ন’ আসছে। TV9 বাংলাকে রূপসা বললেন, “সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা খুবই উত্তেজিত। শিশুদিবসের মতো ভাল দিন আর কী আছে। তাই এই সুখবরটা সকলকে জানানোর জন্য এই দিনটাই বেছে নিলাম। পরিবারের সবাই খুবই খুশি। তাই সবাই চিন্তিত যে যদি এই ছবিতে কেউ নেতিবাচক মন্তব্য করে। তবে আমরা ঠিক করেছি কোনও মন্তব্য পড়ব না।”

অক্টোবর মাসে ‘ড্রিমি ওয়েডিং’ করেছিলেন তাঁরা। সম্পর্কের শুরু থেকেই কোনও রাখঢাক ছিল না তাঁদের। আগের বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের পর থেকেই একসঙ্গে সংসার করছেন তাঁরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের দু’বছর পালন করবেন তাঁরা। কবে ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। রূপসা জানিয়েছেন খুব বেশি মাস অপেক্ষা করে থাকতে হবে না। এপ্রিলের আগেই নতুন অতিথি চলে আসার কথা। আপাতত প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছেন অভিনেত্রী।