AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: কাপুরদের ভিটে ছেড়ে নতুন সংসার পাতছেন আলিয়া?

Actress Alia Bhatt: সম্প্রতি করণ জোহারের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে দেখা যাবে আলিয়াকে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রণবীর সিং। বলিউডের পাশাপাশি হলিউডের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে বলিউডের গ্ল্যাম ডল।

Alia Bhatt: কাপুরদের ভিটে ছেড়ে নতুন সংসার পাতছেন আলিয়া?
বলিউড থেকে হলিউড তাবড় সব সেলেবরা অপেক্ষায় বসে থাকেন বিশ্বের সব থেকে বড় ফ্যাশন ইভেন্টে ডাক পাবার অপেক্ষায়। ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ একাধিক তারকাকে এর আগে দেখা গিয়েছে মেট গালার রেড পার্কেটে। এই বছর প্রথম আর্ন্তজাতিক এই ফ্যাশন মঞ্চ থেকে ডাক পেলেন আলিয়া ভাট।
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 3:17 PM
Share

স্বামী, সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন ‘হাইওয়ে’ গার্ল আলিয়া ভাট (Alia Bhatt)। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন আলিয়া। বলিউডের (Bollywood) পর এবার হলিউডেও (Hollywood) পারি জমিয়েছেন। দেখতে-দেখতে এক বছর কাটিয়েও ফেললেন জুনিয়র কাপুরের গৃহিণী হিসেবে। অভিনয়, সংসার দুই-ই সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী। কাপুরদের ভিটে ছেড়ে এবার আরও একটি সংসার পাততে চলেছেন আলিয়া। শোনা যাচ্ছে, ৩৭.৮০ কোটি খরচ করে একটি  বিলাসবহুল অ্য়াপার্টমেন্ট কিনেছেন তিনি।

কেরিয়ারের পাশাপাশি আলিয়া এখন দিব্যি গিন্নী হয়ে উঠেছেন। বিয়ের পর থেকে  স্বামী-সন্তান নিয়ে কাপুর ম্যানশনেই থাকেন। তবে এবার নিজের সাধের ঠিকানা খুঁজে নিলেন মহেশ কন্যা। শোনা যাচ্ছে, মুম্বইয়ের পালি হিলস এলাকায় ৩৭.৮০ কোটি টাকা দিয়ে ২৪৯৭ বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। তবে নিজের নামে নয়, তাঁর প্রোডাকশন হাউস, ইটারনাল সানশাইন প্রোডাকশনের নামে কেনা হয়েছে বহুমূল্যের এই অ্যাপার্টমেন্ট। শুধু তাই নয়, বোন শাহিন ভাটকে উপহার দিয়েছেন দুটি ফ্ল্যাট। যার মূল্য আনুমানিক ৭.৬৮ কোটি টাকা। শাহিনকে দেওয়া ২০৮৬ বর্গফুটের ফ্ল্যাটটি অবস্থিত মুম্বইয়ের জুহুর গিগি অ্যাপার্টমেন্টে।

গত ১০ই এপ্রিল অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে জোরকদমে চলছে আলিয়া-রণবীরের স্বপ্নের বাড়ি তৈরীর কাজ। মাঝে মধ্যেই বাড়ির কাজ পরিদর্শনে যান সেলেব দম্পতি। বিবাহ বার্ষিকীতেও সেখানে গিয়েছিলেন দু’জনে। পাপারাৎজিদের ক্য়ামেরায় ধরা পড়েছে সেই ছবি।প্রসঙ্গত, সম্প্রতি করণ জোহারের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে আলিয়াকে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রণবীর সিং। বলিউডের পাশাপাশি হলিউডের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে বলিউডের গ্ল্যাম-ডল। ‘দ্য হার্ট স্টোন’-এর মাধ্য়মে হলিউডে অভিষেক হবে আলিয়ার।