AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Disha Patani: শাল দিয়ে শরীর ঢেকেও শেষ রক্ষা হল না! মন্দিরে দিশার পোশাক দেখে কটাক্ষের ঝড়

Disha Patani Controversey: কিছুদিন আগেই এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খোলামেলা পোশাকের জন্য চর্চায় উঠে আসেন দিশা। ফের কয়েক দিনের মাথায় তাঁর পোশাকের জন্য সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। 

Disha Patani: শাল দিয়ে শরীর ঢেকেও শেষ রক্ষা হল না! মন্দিরে দিশার পোশাক দেখে কটাক্ষের ঝড়
শাল দিয়ে শরীর ঢেকেও শেষ রক্ষা হল না! মন্দিরে দিশার পোশাক দেখে কটাক্ষের ঝড়
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 12:31 PM
Share

দিশা পাটানি (Disha Patani) মানেই বিকিনি! হট প্যান্ট, তন্বী চেহারা। এমনটাই দেখে অভ্যস্ত নেটপাড়ার বাসিন্দারা। ফ্যাশান স্টেটমেন্টের জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। খোলামেলা পোশাকে ঝড় তোলেন অনুরাগীদের মনে। কখনও আবার স্বল্প পোশাকের পরার জন্য তাঁর দিকে রে-রে করে ওঠে অনেকেই। এবার বারাণসীতে গিয়ে জিন্স (Jeans) ও ক্রপ টপের (Crop Top) উপর শাল দিয়ে শরীর ঢেকে ট্রোলের শিকার দিশা।

আসন্ন ছবির শ্যুটিং-এর জন্য এই মুহূর্তে বেনারসে রয়েছেন দিশা। শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই চর্চায় এলেন অভিনেত্রী। গঙ্গা সেবা নিধির দ্বারা আয়োজিত দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির থালা হাতে দেখা গেল তাঁকে। পরনে ছিল কালো জিন্স ও ক্রপ টপ। গায়ে জড়িয়ে নিয়েছিলেন শাল। সোশ্যাল মিডিয়ায় আরতির এই ভিডিয়ো ভাইরাল হতেই চক্ষু চড়ক গাছ নেটনাগরিকদের অনেকেরই। শালের ভিতর দিয়ে শরীর দেখা যেতেই শুরু হয় বিতর্ক। ভাইরাল ছবির নীচে কেউ লেখেন, ‘অলৌকিক।’ কেউ আবার কভি খুশি কভি গম ছবিতে শাহরুখের ডায়ালগ ধার করে লিখেছেন, ‘হামারি পু কাপড়ো পে কিতনি আচ্ছি লাগতি হ্যায়।’ কিছুদিন আগেই এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খোলামেলা পোশাকের জন্য চর্চায় উঠে আসেন দিশা। ফের কয়েক দিনের মাথায় তাঁর পোশাকের জন্য সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।

disha patani

বারাণসীর ঘাটেও কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেল ‘বাঘি ২’-এর অভিনেত্রীকে। জানা যাচ্ছে, নৃত্যশিল্পী-কোরিওগ্রাফার সুরেশ মুকুন্দের সঙ্গে একটি প্রকল্পের শুটিং করছেন দিশা। শ্য়ুটিং-এর পাশাপাশি ঘুরে দেখছেন বেনারস শহরটাও। শীঘ্রই দিশাকে সিদ্ধার্থ মালহোত্রা এবং রাশি খান্নার সঙ্গে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে । এছাড়াও অমিতাভ বচ্চন,দক্ষিণী তারকা প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘প্রজেক্ট কে’-তেও দেখা যাবে তাঁকে।