‘আয়নায় নিজেকে দেখে কান্না পেত’, ফিলার করিয়ে কী সর্বনাশ হয়েছিল শার্লিনের?

Sharlyn Chopra: ত্বকের বার্ধক্য এড়াতে, ত্বককে টানটান করতে ডার্মাল ফিলার এখন তারকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শুধু ডার্মাল ফিলার নয় নিজেদের মনের মতো করে ঠোঁট বা নাক ঠিক করার ব্যবস্থাও হয়ে গিয়েছে বর্তমানে। বহু নায়িকারাই যে সেই পথে হাঁটেন তা তাঁদের ছবি দেখলেই বোঝা যায়।

'আয়নায় নিজেকে দেখে কান্না পেত', ফিলার করিয়ে কী সর্বনাশ হয়েছিল শার্লিনের?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 8:30 PM

ত্বকের বার্ধক্য এড়াতে, ত্বককে টানটান করতে ডার্মাল ফিলার এখন তারকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শুধু ডার্মাল ফিলার নয় নিজেদের মনের মতো করে ঠোঁট বা নাক ঠিক করার ব্যবস্থাও হয়ে গিয়েছে বর্তমানে। বহু নায়িকারাই যে সেই পথে হাঁটেন তা তাঁদের ছবি দেখলেই বোঝা যায়। সেই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ থেকে অনুষ্কা শর্মা।

এমনকি নেটফ্লিক্সের শো ‘দ্য বলিউ ওয়াইভস’-এ দেখা গিয়েছে। এমনই ফিলার করাতে গিয়ে বিপত্তিতে পড়তে হল শার্লিন চোপড়াকে। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলেন না। সে কথাই এক সাক্ষাত্‍কারে জানালেন তিনি। এমনিতে তাঁকে বোল্ড অবতারে দেখতেই অভ্যস্ত দর্শক। অভিনেত্রীকে কখনও ক্যামেরার সামনে নিজের সমস্যার কথা বলতে শোনা যায়নি। বরং বহু বার বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। তবে এবার নিজের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ্যে বললেন শার্লিন।

অভিনেত্রী বলেন, “ফিলার করিয়ে আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতাম। নিজেকে নিজে চিনতেই পারতাম না। নাক, চোখ-মুখ এমন হয়ে গিয়েছিল যে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কী করব। নিশ্চয়ই অনেকেই আন্দাজ করতে পারছেন কোন সময়ের কথা বলা হচ্ছে। ”

তবে অভিনেত্রীর সাজপোশাক নিয়ে সব সময়ই আলোচনা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুজো এবং দীপাবলির সময় বিভিন্ন ধরনের সাজে ধরা দিয়েছেন তিনি। চলতি বছরের দুর্গাপুজোয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সিঁদুর খেলতেও দেখা যায় তাঁকে। লাল রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন শার্লিন। বাঙালি আটপৌরে শাড়ি পরে মায়ের বরণ করতে আসেন তিনি। ওই মণ্ডপেই রানির পায়ে প্রণাম করতে গিয়েছিলেন তিনি। যা দেখে রীতিমতো ভয়ে ছিটকে যান নায়িকা। এমনকি দীপাবলির সময়ও ছবিশিকারীদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। দেখা যায় নিজে হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন পাপারাজ্জিদের।