অক্ষয় ছিলেন ‘গরিবের মিঠুন চক্রবর্তী’, আমার গান ওকে স্টার বানিয়েছে: অভিজিৎ

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 20, 2021 | 3:00 PM

নয়ের দশকের একাধিক জনপ্রিয় গান তাঁর কণ্ঠে গাওয়া। ‘শেহের কি লড়কি’, ‘জারা সা ঝুম লু ম্যায়’-এর মতো বহু গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তারকাদের জন্য গান করতেন।

Follow Us

গায়ক বিশ্বাস করেন যে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির মতো ফিল্ম তারকাদের প্রাপ্ত সাফল্যের জন্য গায়ককেই কৃতিত্ব দেওয়া উচিত। অভিজিৎ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে ঠিক এমন কথাই বলেছেন তিনি আরও বলেন যে অক্ষয় নাকি ‘গরিবের মিঠুন চক্রবর্তী’ নামে পরিচিত ছিলেন।

নয়ের দশকের একাধিক জনপ্রিয় গান তাঁর কণ্ঠে গাওয়া। ‘শেহের কি লড়কি’, ‘জারা সা ঝুম লু ম্যায়’-এর মতো বহু গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তারকাদের জন্য গান করতেন।

“আমি শুধুমাত্র তারকাদের জন্য গান গেয়েছি, অভিনেতাদের জন্য নয়। আমি যতই ভাল গান করি না কেন, সেই ব্যক্তি যদি তারকা না হন, তবে তা কিছুই নয়। একদিকে শাহরুখ খান এবং আরেক দিকে সুনীল শেট্টি। শাহরুখ একজন তারকা, তিনি যখন কথা বলেন, তাঁর একটা ক্লাস রয়েছে এবং সুনীল একটু রাফ অ্যান্ড টাফ। তাই যখন সুনীলের জন্য কোনও গান ভাবা হত, একটু অ্যাগ্রেসিভ হত, একটু ওয়াইল্ড হত। আমি দু’জনের জন্যই গান গেয়েছিলেন। দু’জন অভিনেতার উপরে চিত্রায়িত সমস্ত গানই আমার হিট ছিল,”

 

 

এখানেই থামেননি অভিজিৎ,তিনি আরও বলেন, “আমার গান অক্ষয় কুমারকে স্টার বানিয়েছে। যখন ও শুরু করেছিল, তখন ও কোনও তারকা ছিলেন না। ও আগে ‘গরিবের মিঠুন চক্রবর্তী’ নামে পরিচিত ছিলেন। আর মিঠুন ‘গরিবের অমিতাভ বচ্চন’ নামে পরিচিত ছিলেন। মিউজিক এতটাই শক্তিশালী যে একজন অভিনেতাকে স্টার বানিয়ে দেয়। তা দেব আনন্দ, রাজ কাপুর বা রাজেশ খান্না হন না কেন। ‘খিলাড়ি’ করার পরে অক্ষয় স্টার হয়েছেন (১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিতে অভিজিৎ ‘ওয়াদা রাহা সনম’ সহ অনেক কটি জনপ্রিয় গান গেয়েছিলেন), এবং পরে তাঁর সমস্ত ফিল্মের টাইটেল ছিল পরে ‘খিলাড়ি’। আমার কণ্ঠ তাদের সকলের সঙ্গে মানানসই ছিল। অভিনেতারা যাঁরা আগে স্টার ছিলেন না, আমার গান তাঁদের তারকা করে তুলেছে।”

 

আরও পড়ুন “আপনি ভ্যাকসিন নিয়েছেন?” ফ্যানের প্রশ্নের উত্তরে যা বললেন অভিনেত্রী লারা দত্ত…

গায়ক বিশ্বাস করেন যে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির মতো ফিল্ম তারকাদের প্রাপ্ত সাফল্যের জন্য গায়ককেই কৃতিত্ব দেওয়া উচিত। অভিজিৎ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে ঠিক এমন কথাই বলেছেন তিনি আরও বলেন যে অক্ষয় নাকি ‘গরিবের মিঠুন চক্রবর্তী’ নামে পরিচিত ছিলেন।

নয়ের দশকের একাধিক জনপ্রিয় গান তাঁর কণ্ঠে গাওয়া। ‘শেহের কি লড়কি’, ‘জারা সা ঝুম লু ম্যায়’-এর মতো বহু গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তারকাদের জন্য গান করতেন।

“আমি শুধুমাত্র তারকাদের জন্য গান গেয়েছি, অভিনেতাদের জন্য নয়। আমি যতই ভাল গান করি না কেন, সেই ব্যক্তি যদি তারকা না হন, তবে তা কিছুই নয়। একদিকে শাহরুখ খান এবং আরেক দিকে সুনীল শেট্টি। শাহরুখ একজন তারকা, তিনি যখন কথা বলেন, তাঁর একটা ক্লাস রয়েছে এবং সুনীল একটু রাফ অ্যান্ড টাফ। তাই যখন সুনীলের জন্য কোনও গান ভাবা হত, একটু অ্যাগ্রেসিভ হত, একটু ওয়াইল্ড হত। আমি দু’জনের জন্যই গান গেয়েছিলেন। দু’জন অভিনেতার উপরে চিত্রায়িত সমস্ত গানই আমার হিট ছিল,”

 

 

এখানেই থামেননি অভিজিৎ,তিনি আরও বলেন, “আমার গান অক্ষয় কুমারকে স্টার বানিয়েছে। যখন ও শুরু করেছিল, তখন ও কোনও তারকা ছিলেন না। ও আগে ‘গরিবের মিঠুন চক্রবর্তী’ নামে পরিচিত ছিলেন। আর মিঠুন ‘গরিবের অমিতাভ বচ্চন’ নামে পরিচিত ছিলেন। মিউজিক এতটাই শক্তিশালী যে একজন অভিনেতাকে স্টার বানিয়ে দেয়। তা দেব আনন্দ, রাজ কাপুর বা রাজেশ খান্না হন না কেন। ‘খিলাড়ি’ করার পরে অক্ষয় স্টার হয়েছেন (১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিতে অভিজিৎ ‘ওয়াদা রাহা সনম’ সহ অনেক কটি জনপ্রিয় গান গেয়েছিলেন), এবং পরে তাঁর সমস্ত ফিল্মের টাইটেল ছিল পরে ‘খিলাড়ি’। আমার কণ্ঠ তাদের সকলের সঙ্গে মানানসই ছিল। অভিনেতারা যাঁরা আগে স্টার ছিলেন না, আমার গান তাঁদের তারকা করে তুলেছে।”

 

আরও পড়ুন “আপনি ভ্যাকসিন নিয়েছেন?” ফ্যানের প্রশ্নের উত্তরে যা বললেন অভিনেত্রী লারা দত্ত…

Next Article