অবশেষে টাইগার ইন টাউন। মধ্যরাতে মুম্বই থেকে উড়ান সফরে শহরে পা রাখলেন সলমন খান। কালো শার্ট আর ব্লু ডেনিমে বেরিয়ে এলেন। সঙ্গে ছিলেন মণীশ পল। বাইরে বেরিয়ে এসে হাত নাড়লেন, ফ্লাইং কিস ছুঁড়লেন ভক্তদের উদ্দেশ্যে। তারপর সোজা রওনা দিলেন আলিপুরের এক হোটেলের দিকে। বিমানবন্দরে মাঝ রাতের উত্তেজনা, উদ্দীপনা দেখে আঁচ পাওয়া যাচ্ছে এদিন শহর মেতে থাকবে সলমন জ্বরে। সন্ধ্যাবেলার ধামাকার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সলমন খান ।
শুক্রবার রাত ১২ টা বাজার কিছু আগে থেকেই মুম্বইতে জোর তৎপরতা শুরু । গ্যালাক্সিতে বাড়ির সামনে তখন ভিড় জামে গেছে। ১৩ বছর পর কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেবেন দাবাং খান। পাপারাজ্জি ও অনুরাগীদের দেখে গাড়ি থেকে নামলেন সলমন । কালো টি-শার্ট আর ব্লু ডেনিম জিন্স তার পরনে। ফোনে কলকাতার আয়োজকের সঙ্গে কথা হচ্ছে , জানিয়ে দিলেন এবার তিনি ব্যক্তিগত উড়ানে উঠে পড়বেন। ফোন হাতে নিয়েই অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়লেন। ঐ হাত ছোঁয়ার আশায় তখন ভক্তদের ভগবানের জন্য তারস্বরে চিৎকার। নিরাপত্তার কথা না ভেবে ক্যামেরার সামনে পোজ দিলেন নানাভাবে। মণীশ পল অপেক্ষায় ছিলেন ভাইজানের। জড়িয়ে ধরলেন। ফ্লাইটে উঠেই এসে গেল তাঁর ভিডিও বার্তা ‘কলকাতা কলিং! আমরা আসছি কলকাতায়। দেখা হবে অনুষ্ঠানে। তোমাদের সকলকে অসংখ্য ভালোবাসা।’
মধ্যরাতে শহরে নামেন সলমন। ভাইজান-জ্বরে শহর তখনও জেগে। মিডিয়া, ভক্তদের ভিড়। গাড়ির সামনে যাওয়ার চেষ্টায় বিপুল জনতা। তাকে এক ঝলক দেখতে, একবার ছোঁয়ার আকাঙ্ক্ষায়, ছবি তোলার বাসনায় অপেক্ষায় ভক্তরা। কারোর কাছে তিনি ভাইজান, কারোর কাছে সুলতান, কারোর কাছে তিনিই মোস্ট ওয়ান্টেড দাবাং খান। সেখানেও এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নেমে নমস্কার জানান ভাইজান। অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে উড়ন্ত চুমু। তারপর গাড়ির সামনে বসে হাত নাড়তে নাড়তে রওনা দিলেন হোটেলের উদ্দ্যেশ্যে। দুপুরে মধ্যাহ্নভোজন সেরে যাবেন কালীঘাটে। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সারবেন সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে দুজনে মিলে প্রেস ব্রিফিংও করতে পারেন বলে জানা গেছে। সলমনের জন্য থাকছে বিশেষ মিষ্টিও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়েছে। তাতে অবশ্য ভাইজান এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তাই ১৩ বছর পর ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ নিয়ে তাঁর কলকাতা সফর ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ‘ভাইজানে’র সঙ্গে কলকাতা কাঁপাতে হাজির থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রন্ধাওয়া, প্রভু দেবা, পূজা হেগড়ে, আয়ুষ শর্মা, সুনীল গ্রোভার, মনীষ পল ও কামাল খান।