গরিবের মসিহা তিনি। অক্সিজেন লাগুক অথবা বেড, হাজির হয়ে যান সোনু এবং তাঁর টিম। তবে এত ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে নিয়েছেন পরিবারের জন্য। সাম্প্রতিক খবর ফাদার্স ডে’র ঠিক আগে ছেলে ইশান্ত সুদকে নাকি তিন কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে মার্সেডিজের এক লেটেস্ট মডেলের চাপতে দেখা গিয়েছেন সোনু এবং তাঁর ছেলেকে। গাড়িটি কালো রঙের। আনকোরা নতুন। নম্বর প্লেটও বসেনি এখনও। যদিও সোনু এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন-‘প্রেমিক’-এর জন্মদিনের পার্টিতে সপরিবারে শ্রাবন্তী, সম্পর্ক এগোল আরও এক ধাপ?
গত বছর করোনার জেরে লকডাউন থেকে শুরু করে, চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়া পর্যন্ত একই রকম ভাবে সাধারণের পাশে থাকার চেষ্টা করছেন সোনু। বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের আবেদন নিয়ে সোনুর সঙ্গে যোগাযোগ করেন সাধারণ মানুষ। মাস কয়েক আগে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফের শুরু হয়েছে সাধারণের পাশে থাকার লড়াই।
সোনু সুদকে নিয়ে ভক্তদের উন্মাদনাও কম নয়। কিছুদিন আগে সোনু সুদের এক ঝলক দেখা পেতে হায়দরবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এসেছিলেন এক যুবক। তাঁর নামে তৈরি হয়েছেন মন্দির। সেখানে দু’বেলা ভগবান হিসেবে পূজিত হন তিনি। তাঁকে ভালবেসে মাংসের দোকানের নামও ‘সোনু’ রেখেছে দোকানি। সোনুর প্রতি ভালবাসা প্রকাশে পোস্টারে দুধও ঢেলেছেন ভক্তরা। কারও কাছে তিনি ‘বিপদের বন্ধু’ আবার কারও কাছে সাক্ষাৎ ‘দেবতা’।