বলিউড তারকা অক্ষয় কুমারের মতে ডিজিট্যাল প্লাটফর্ম আসার কারণে এমন বহু অভিনেতা জনপ্রিয় হয়ে উঠেছেন যাঁদের বড় পর্দায় জায়গা দেওয়া হয়নি। বিগত দেড় বছর ধরে করোনার উপক্রমে সিনেমা হল প্রায় চলছেই না। এই অবস্থায় ডিজিট্যাল প্ল্যাটফর্মগুলি প্রচুর মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। ছোট প্রোডাকশন থেকে শুরু করে মাল্টিস্টারদের কাজ সবই এই প্ল্যাটফর্মগুলিতে মানুষ দেখা শুরু করে।
এই প্রক্রিয়া দর্শকদেরও অনেক উদারমনস্ক করেছে। তাঁরা নতুন ধরনের গল্প পছন্দ করছে। নতুন তারকাদের কাজ ভালো লাগলে ভূয়সী প্রশংসাও করছেন। Paatal Lok-এর (অ্যামাজন প্রাইমের একটি সিরিজ) জয়দীপ আহলাওয়াতের (Jaideep Ahlawat)ই হোক কিংবা Mirzapur-এর আলি ফজল (Ali Fazal) বা Scam 1992-এর প্রতীক গান্ধী (Prateek Gandhi), এঁদের সবাই দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। ডিজিট্যাল প্ল্যাটফর্ম না থাকলে এমনটা হওয়া কখনই সম্ভব হতো না। এঁদের কেউই হয়তো বড় প্রযোজকদের চোখে আসতেন না যদি এই প্ল্যাটফর্ম না পেতেন।
অক্ষয় কুমার তাঁর বেলবটমের (Bell Bottom) ছবির প্রচারে বলেছিলেন কীভাবে ওটিটি অনেক অভিনেতার জন্য গেম চেঞ্জার হয়েছে, যাঁদের তিনি “চরিত্রাভিনেতা” বলে থাকেন। তাঁর এই ছবি আগামী সপ্তাহে হল রিলিজ করবে।
অক্ষয় আরও বলেন যে, “প্যান্ডেমিকের জন্যই ওটিটিগুলি এতটা তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে। যেটা ঘটতে তিন বছর লাগতে পারত, তা দেড় বছরে ঘটেছে। ওটিটির প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে। প্রচুর অভিনেতা জনসমক্ষে আসতে পেরেছেন। যাঁরা একসময় অল্প কিছু কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন আজ তাঁদের নতুন কাজে হাত দেওয়ারই সময় নেই। যদি আজ, আপনি একজন চরিত্রাভিনেতাকে কাস্ট করতে চান, আর যদি তিনি অল্পও বিখ্যাত হয়ে থাকেন, তারিখই পাবেন না। এরকম অনেক মানুষ আছে। আপনি খুব বড় একজন স্টারের তারিখ পেয়ে যাবেন কিন্তু চরিত্রাভিনেতাদের থেকে তারিখ বের করতে পারবেন না।”
আরও পড়ুন: কপিল শর্মা, রাম কাপুর বা শ্বেতা তিওয়ারি, কার সংগ্রহে কত দামি গাড়ি রয়েছে?