Alia Bhatt-Mumbai police: মুম্বই পুলিশের কোন কাজকে আলিয়া ভাট এপিক বললেন দেখুন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 13, 2022 | 3:21 PM

Alia Bhatt-Mumbai police: শুধু আলিয়া নয়, মুম্বই পুলিশের সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন এমনকি নেটিজ়েনরাও। একজন নেটিজ়েন মন্তব্য করেছেন, "চূড়ান্ত সৃজনশীলতার স্তর"....

Alia Bhatt-Mumbai police: মুম্বই পুলিশের কোন কাজকে আলিয়া ভাট এপিক বললেন দেখুন
মুম্বই পুলিশের সৃজনশীলতায় মুগ্ধ আলিয়া

Follow Us

আলিয়া ভাট মুম্বই পুলিশের একটি সড়ক নিরাপত্তা সচেতনতামূলক পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে তারা তাঁর সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-কে একটি রেফারেন্স হিসাবে ব্যবহার করেছে। অভিনেত্রী পোস্টটিকে বলেছেন, ‘এপিক’। ঘটনাটা কী? মুম্বই পুলিশ তাদের সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রচারের জন্য আলিয়াদের ছবিকে হাতিয়ার করে ক্যাপশন দিয়েছিল, ‘জুনুন’ এবং ‘রাফতার’ আপনার ‘বিশ্বকে’ ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপদে গাড়ি চালানো চিরকালের সবচেয়ে বড় ‘অস্ত্র’। এই বিজ্ঞাপনটি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আলিয়া। যেখানে লেখা হয়েছে, “আপনার বানর অস্ত্র থাকলেও, সিগন্যালে ঝাঁপ দেবেন না। আপনার নন্দী অস্ত্র থাকলেও, এক্সিলারেটরে শক্তি ব্যবহার করবেন না।’

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-এ শাহরুখ খান বানরাস্ত্রের অধিকারী ছিলেন, নাগার্জুন নন্দী অস্ত্রের। ছবিতে একমাত্র নেগেটিভ চরিত্র মৌনি করেন জুনুন চরিত্রে অভিনয়। শুধু আলিয়া নয়, মুম্বই পুলিশের সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন এমনকি নেটিজ়েনরাও। একজন নেটিজ়েন মন্তব্য করেছেন, “চূড়ান্ত সৃজনশীলতার স্তর”, অন্য একজন লিখেছেন, “ফ্যান্টাস্টিক!!”।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত ছবি বক্স অফিসে ঢেউ তুলেছে। ছবিটি  প্রথম সপ্তাহান্তে ১০০ কোটি দেশে অতিক্রম করেছে এবং বিশ্বব্যাপী ২২৫ কোটি টাকা আয় করেছে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড়- পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

আলিয়াকে পরবর্তীতে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে যেখানে রণবীর সিং রয়েছেন তাঁর বিপরীতে। ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া হলিউডের ছবি হার্ট অফ স্টোন রয়েছে তালিকায়। যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়া ফারহান আখতারের জি লে যারা ছবি সামনের বছর ফ্লোর আসবে তা নিজেই আলিয়া পোস্ট করে জানিয়েছেন। তবে সবার আগে আসবে তাঁর প্রথম সন্তান।

 

Next Article