আন্তর্জাতিক এজেন্সির সঙ্গে গাঁটছড়া, হলিউড পাড়ি দিচ্ছেন আলিয়া ভাট?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 09, 2021 | 6:59 AM

সূত্রের খবর, আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে নাকি নতুন এক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।

আন্তর্জাতিক এজেন্সির সঙ্গে গাঁটছড়া, হলিউড পাড়ি দিচ্ছেন আলিয়া ভাট?
আলিয়া ভাট।

Follow Us

বলিউড অতীত! হলিউডই কি আলিয়া ভাটের পরবর্তী লক্ষ্য? তাঁর সাম্প্রতিকতম কাজ ইঙ্গিত করছে তেমনটাই। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে হলিউডেও নিজের আধিপত্য বিস্তারে নাকি মরিয়া হয়ে উঠেছেন তিনি।

সূত্রের খবর, আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে নাকি নতুন এক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। উইলিয়াম মরিস এজেন্সির সংক্ষেপে WME আন্তর্জাতিক তারকা, খেলাধুলো, মিডিয়া এবং ফ্যাশন সংক্রান্ত কাজ দেখভাল করে থাকে। হলিউডের পরিচিত তারকা যেমন বেন অ্যাফলেক, জেনিফার গারনার, ক্রিশ্চিয়ান বেলের প্রোফাইল হ্যান্ডেল করে থাকে ওই সংস্থা। এমনকি স্লামডগ মিলিওনিয়ার খ্যাত ফ্রিডা পিন্টোরও ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন তাঁরা। সেই তালিকায় এ বার যুক্ত হল আলিয়ারও নাম।


একদিকে হলিউডে কাজ করার বাসনা আবার একই সঙ্গে নিজের দেশে সম্প্রতি প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন আলিয়া। সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিং’-এরও শুট শুরু হয়েছে কিছুদিন আগে। ছবিটিতে অভিনয়ও করছেন আলিয়া। এ ছাড়াও দীর্ঘ পাঁচ বছর আলিয়াকে নিয়েই পরিচালনায় ফিরছেন করণ জোহর। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। সঙ্গে থাকবেন রণবীর সিং। ‘গাল্লি বয়’-এর পর আবারও রণবীর-আলিয়া ম্যাজিক দেখতে পারবেন দর্শক। সব মিলিয়ে এই মুহূর্তে আলিয়া যেন থামতেই চাইছেন না…।

আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের

Next Article