সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তকূলের সংখ্যা অগুন্তি। বিগ বি-কে ফলো করেন না এমন ভারতীয় হতে গোনা। আপাতত মেগাস্টার রশ্মিকা মান্ডান্না ও নীনা গুপ্তের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘গুড বাই’ এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। মুম্বইয়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পরে, বি-টাউন তারকাদের সতর্কতামূলক ব্যবস্থায় শুটিং চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। বাদ যায়নি অমিতাভের ওই ছবিও। কিন্তু ছবির সেটেই যে এক ভাল বন্ধুর খোঁজ মিলবে তাঁর তা বোধহয় নিজেও ভাবেননি বিগ-বি। দুঃখের বিষয়, সেই বন্ধুটিকে বাড়িতে আনার তীব্র বাসনা সত্ত্বেও তা পূরণ হচ্ছে না, নিজেই জানিয়েছেন তিনি।
অমিতাভের এই নতুন বন্ধুটি কিন্তু নিজের ভাষায় কথা বলে। সারা সেটে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর ফাঁক পেলেই শাহেনশাহর কোলে চেপে আদর খেতে শুরু করে। সে চারপেয়ে। এক শারমেয়। ছবিতে সে আবার অভিনয়ও করেছে। তার ছবি শেয়ার করে বিগ-বি লিখেছেন, “সেটে আমার নতুন বন্ধু। কী সুন্দর আরামে আমার হাতে রয়েছে। ওকে বাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু…”।
এই কিন্তুর ‘কারণ’ তিনি শেয়ার করেননি। অনুরাগীর কল্পনাশক্তির উপর ছেড়ে দিয়েছেন। যদিও অনুরাগীরা মজার কমেন্টে ভরিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “জয়া ম্যাডাম বাড়িতে আনলে বকবে স্যর”। কেউ লিখেছেন, “শুটিংই যে বন্ধ হয়ে যাবে অমিতজি”।
আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের
বিগ-বি’র শারমেয় প্রেমের কথা অজানা নয়। দিন কয়েক আগে আর এক বন্ধুর সঙ্গে আলাপ করিয়েছিলেন তিনি। সে আকারে-আয়তনে এই দ্বিতীয় বন্ধুর থেকে খানিক বড়। বিগ-বি’র পাশে দাঁড়িয়ে কেতাদুরস্ত কায়দায় পোজ দিয়েছিল সে। দ্বিতীয় বন্ধু যদিও সে সবের ধার ধারেনি। অমিতাভের হলুদ হুডির নরম আদরে ঘুমিয়ে পড়েছে অকাতরে।