আজকের সকালটা আর পাঁচটা সকালের থেকে খানিক আলাদা আলিয়া ভাটের কাছে। দেশের কোনায় কোনায় আজ তিনি গাঙ্গুবাই হয়ে হাজির। মুক্তি পেয়েছে তাঁর ছবি। বিগত বেশ কিছু দিন ধরে ছবির প্রচারে কখনও দিল্লি, কখনও কলকাতা আবার কখনও বা ভেনিস গিয়েছেন তিনি। দিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারও। আর এই সাক্ষাৎকারে ছবির প্রসঙ্গ বাদে একটি প্রশ্ন বারেবারেই ঘুরে ফিরে এসেছে তাঁর কাছে। তা হল, “তিনি বিয়ে করছেন কবে”?
আলিয়াও উত্তর দিয়েছেন এক এক করে। তেমনই ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষারকারে আলিয়া জানিয়েছেন রণবীরকে নাকি প্রথম দেখাতেই বিয়ে করার কথা ভেবেছিলেন তিনি। আলিয়া তখন ছোট, তাঁর ভাষায় ‘সুইট লিটল গার্ল’।
ঠিক কী বলেছেন আলিয়া? তাঁর কথায়, “ইদানিং সবাই আমায় জিজ্ঞাসা করে আমি বিয়ে কবে করছি। প্রথমত এটা একান্ত আমার নিজস্ব ব্যাপার আর দ্বিতীয়ত বিয়েতে তো মনের বিষয়, যেখানে মনে শান্তি পাওয়া যায়। আমি ইতিমধ্যেই তা পেয়েছি। তাই যখন যা হবে হবে।” আলিয়া আরও জানিয়েছেন ইতিমধ্যেই নাকি মনে মনে রণবীরকে নাকি তিনি বিয়ে করেই ফেলেছেন। তাঁর কথায়, “যখন ওকে প্রথম বার স্ক্রিনে দেখি তখন আমি এক বাচ্চা মেয়ে। আমি সেদিনই ঠিক করে ফেলি আমি ওকে বিয়ে করতে চাই।”
প্রথম বার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া। অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রতে দেখা যাবে তাঁদের। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনসহ অনেকেই। এই বছরের সেপ্টেম্বরেই ওই ছবি মুক্তির কথা।
আরও পড়ুন- Rhea Chakraborty: ভালবাসার কথা রিয়ার মুখে, জানালেন কোন জিনিস জীবনে এনেছে সুখ