Amitabh Bachchan: মাস্ক ফ্রি মুম্বই, আনন্দে ভক্তদের কাছে ফিরছেন বিগ-বি, রবিবার আবারও জলসার সামনে উন্মাদনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 05, 2022 | 11:48 AM

Good News: ভক্তদের কাছে আবারও ফিরতে চলেছেন অমিতাভ, ৩০ বছরের অভ্যাস, কোন সুখবর দিলেন বিগ-বি!

Amitabh Bachchan: মাস্ক ফ্রি মুম্বই, আনন্দে ভক্তদের কাছে ফিরছেন বিগ-বি, রবিবার আবারও জলসার সামনে উন্মাদনা

Follow Us

দীর্ঘ দিনের অভ্যাস, হঠাৎ করে রাতারাতি বদলে গিয়েছিল গোটা বিশ্বের চেনা ছবি। একে একে বন্ধ হয়েছিল বিভিন্ন ক্ষেত্রের দরজা। করোনা ভাইরাস, এক কথায় বলতে গেলে অভিশাপের তিন বছর হয়েই থেকে গিয়েছে সকলের স্মৃতিতে। মানুষের মৃত্যু মিছিল হাহাকার, সব মিলিয়ে এক দুঃস্বপ্নের রাত। কিন্তু কোথায় গিয়ে থামবে এই ভয়ানক পথচলা, আবার কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কোটি কোটি মানুষের প্রার্থনায়, ধৈর্য্যের ফলে অবশেষে যেন ছন্দে ফেরার পালা।

এবার অমিতাভ বচ্চনের ব্লগে সেই ছবি উঠে এলো। বরাবরই ব্লগ লিখতে ভালবাসেন অমিতাভ বচ্চন। একের পর এক কাহিনী, বা বাস্তবের কঠিন পরিস্থিতি নিয়ে কলম ধরে থাকেন তিনি। যদিও সেই ব্লগ নিয়েও অভিমানের শেষ নেই, নিজেই এক সময় লিখেছিলেন তাঁর ব্লগ নাকি আর আগের মত কেউ পড়ে না। যদিও সেই সব অবসাদ কাটিয়ে এবার চেনা ছন্দে ভক্তদের দরবারে ফেরার পালা।

করোনা ভাইরাসের কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়া একের পর এক অভ্যাসেরা আবারও যেন ফিরে আসছে, রবিবার, অমিতাভ বচ্চনের ভক্তদের কাছে এক বিশেষ দিন। এই বিশেষ দিনেই জলসার সামনে ভিড় জমান অমিতাভ বচ্চন। দীর্ঘ ৩০ বছর ধরে চলতে থাকা এই অভ্যাসে ইতি টানতে হয়েছিল করোনার কোপে। তবে আবারও ফিরছেন ছন্দে। তেমনই ইঙ্গিত দিলেন তিনি। লিখলেন, ৩১ মার্চ থেকে সম্ভাব্য মাস্ক ফ্রি মুম্বই। আর তাই শীঘ্রই তিনি জলসার বাইরে আবারও ভক্তদের সঙ্গে দেখা করতে হাজির হবেন। সেখানে থাকবে না আর কোনও বিরতি। এই খবরেই বেজায় খুশি এবার ভক্তমহল। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ে খুশির সংবাদ। মাঝে একবার অসুস্থতার কারণে জলসার বাইরে এই মিট বন্ধ করতে হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ার পাতায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি থাকতে পারছেন না, তাতেই ভেঙে পড়েছিল ভক্তরা, আর এবার টানা তিন বছরের বিরতি, ফলে সকলেই এখন অপেক্ষায় কবে থেকে তিনি জলসার বাইরে দর্শন দেবেন।

আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার

আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী

আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান

Next Article