বর্তমানে আরআরআর ছবি ঝড়ে বুঁদ ভক্তরা। অ্যাকশন থেকে শুরু করে মেকিং, বোল্ড লুকে দুই সুপারস্টারের দাপট পর্দায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সিনেদুনিয়া। দক্ষিণী ছবির দাপট বর্তমানে বক্স অফিসের দিকে চোখ রাখলেই নজরে আসে। পুষ্পা হোক বা আরআরআর, এক কথায় বলতে গেলে টানটান স্টোরি লাইন, চিত্রনাট্যে বুনট ও বোল্ড লুকে পর্দায় সিনেম্যাটোগ্রাফির উপস্থাপনা, সব মিলিয়ে ছবি এক কথায় হিট। আর একটা ছবিতে সম্পূর্ণ সার্থক করে তুলতে প্রতিটা সদস্যদেরই একশো শতাংশ একাগ্রতার প্রয়োজন।
যার ঝলক প্রতিটা পদে পদে চোখে পড়ে আরআরআর ছবির ক্ষেত্রে। আর তাই এবার খুশি হয়ে অভিনেতা রাম চরণ ছবির সম্পূর্ণ টেকনিশিয়ান টিমকে উপহার দিয়ে বসলেন একটি করে গোল্ড কয়েন। যাতে সোনার পরিমাণ ১ তোলা। সেই খবর এবার নেট দুনিয়ায় ভাইরাল। দক্ষিণী দুনিয়ায় এই প্রথম নয়। বারে বারে দেখা গিয়েছে ছবির সাফল্যে কীভাবে টিমকে সম্মান জানিয়েছেন সেলেবরা। কেবল সাফল্যেই নয়, একবার রজনীকান্ত কোথাও তাঁর ছবি ফ্লপ করার কারণে রীতিমত নিজের পারিশ্রমিকের টাকা ফিরিয়ে দিয়েছিলেন।
দক্ষিণী দুনিয়ায় ঠিক এইভাবেই ভারসাম্য বজায় রেখে সুপারস্টারেরা সকলের নজরের কেন্দ্রে বরাবর বিরাজ করে। যা খোদ স্বীকার করেছেন আলিয়া ভাট। তিনি বলেন, দক্ষিণী দুনিয়ার সুপারস্টারেরা কোথাও গিয়ে যেন নিজেদের ভক্তদের সঙ্গে বা টিমের সঙ্গে একটা পরিবার বলেই মনে করেন। যা এক কথায় বলতে গেলে সকলের নজরে আসে, তাঁরা সকলকে আপন করে নিতে পারেন খুব সহজেই। আর তাই দায়িত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রেও তাঁরা কোনও রকমের খামতি রাখেন না। যার ফল স্বরূপ তৈরি হয় একের পর এক সুপারহিট ছবি। বর্তমানে ১০ দিনে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এই ছবি, এখন দেখার মোট আয়ের অঙ্কের পরিমাণ ঠিক কত কোটিতে ঠেকে।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান