লকডাউন ২.০ ওঠার পর শুটিং শুরু করলেন বিগ বি, কাজে ফিরলেন নীনা গুপ্তাও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 24, 2021 | 5:26 PM

মহারাষ্ট্র সরকার গত ৫ জুন থেকে আনলক প্রক্রিয়া চালু করেছে। সমস্ত প্রয়োজনীয় কোভিড সুরক্ষা বিধি মেনে সন্ধ্যে ৫টার অবধি সময়সীমা এবং বায়ো-বাবলের ব্যবস্থার মাধ্যমে শুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

লকডাউন ২.০ ওঠার পর শুটিং শুরু করলেন বিগ বি, কাজে ফিরলেন নীনা গুপ্তাও
অমিতাভ-নীনা।

Follow Us

মহারাষ্ট্র সরকার ফিল্ম এবং টিভি ইন্ডাস্ট্রিকে প্রযোজনা পুনরায় চালু করার অনুমতি দেওয়ার এক সপ্তাহ পর বলিউডের ‘শাহেনশা’ শুরু করলেন তাঁর শুটিং। মুখে মাস্ক, চোখে চশমা, মাথায় টুপি পরে ছবি পোস্ট করলেম অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন,  ‘সকাল ৭টা …কাজে যাচ্ছি …লকডাউন ২.০ পরে প্রথম দিনের শুটিং….প্যাঙ্গোলিন মাস্ক .. এবং ম্যানিফেস্টেশন: প্রতিদিন সব উপায়ে আরও ভাল এবং আরও ভাল এবং আরও ভাল হয়ে উঠবে।”

মহামারীর দ্বিতীয় ওয়েভের কারণে এপ্রিল মাসে বালাজি টেলিফিল্মসের ব্যবস্থাপনায়‘গুডবাই’-এর শুটিং বন্ধ হয়ে যায়। সে ছবির শুটিংয়ের কাজ আজ থেকে শুরু করলেন অমিতাভ। শুধু অ্যাংরি ইয়ং ম্যান নন, ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তাও। তিনিও আজ থেকে শুরু করলেন কাজ। ‘গুডবাই’ ছবিতে রয়েছেন দক্ষিণী স্টার রশমিকা মদান্নাও।

 

 

নীনা গুপ্তা তাঁর ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে নিজের ভ্যানিটি ভ্যানে চাপছেন অভিনেত্রা। ক্যাপশনে লেখেন ‘আবার শুটিংয়ে’।

মহারাষ্ট্র সরকার গত ৫ জুন থেকে আনলক প্রক্রিয়া চালু করেছে। সমস্ত প্রয়োজনীয় কোভিড সুরক্ষা বিধি মেনে সন্ধ্যে ৫টার অবধি সময়সীমা এবং বায়ো-বাবলের ব্যবস্থার মাধ্যমে শুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

 

 

অমিতাভ বচ্চন তাঁর ব্লগের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন যে ‘গুডবাই’-এর পুরো ক্রুয়ের ভ্যাক্সিনেশনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং চরম সতর্কতা গোটা টিম নিয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

 

আরও পড়ুন ১৯ বছর পেরল ‘সাথী’, ‘প্রতিটি বছরে সম্পর্ক আরও গভীর হয়েছে’ লিখলেন সুপারস্টার জিৎ

আরও পড়ুন সুশান্ত সিং রাজপুতকে খোলা চিঠি লিখলেন তাঁর সহ-অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়