বিয়ের আগে যৌন সম্পর্ক নিয়ে কী মত অনুরাগের? মেয়ের প্রশ্নের উত্তর দিলেন বাবা
আলিয়া যদি বাবার কাছে এসে এখন বলেন, তিনি সন্তানসম্ভবা, মেনে নেবেন অনুরাগ?
আলিয়া কাশ্যপ। পরিচালক তথা প্রযোজক অনুরাগ কাশ্যপের কন্যা। মেয়ের সঙ্গে বাবার বন্ধুত্বের সম্পর্ক। বলিউডের এই স্টার কিড প্রকাশ্যে তেমনটাই স্বীকার করেছেন। এ বার বাবাকে তিনি কিছু অযাচিত প্রশ্ন করলেন। যতটা সম্ভব সে সব প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন অনুরাগ।
ফাদার্স ডে উপলক্ষে বাবাকে নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছিলেন আলিয়া। নিজস্ব ইউটিউব চ্যানেলে তা শেয়ার করেন তিনি।
বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি হওয়া কি উচিত বলে মনে করেন অনুরাগ? আলিয়ার এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “এই প্রশ্নটা আমরা ৮০-র দশকে করতাম। এখন আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমি তো বলব, নিজের শরীর এবং যৌনতা বিষয়টা আগে বুঝতে হবে। চাপে পড়ে কিছু করে ফেলা না জেনে, ঠিক নয়। তবে একটা নির্দিষ্ট বয়সের পর যৌন সম্পর্ক তৈরি হওয়া ভাল। সুরক্ষিত থাকাটা আসল। যখন কেউ মনে করবে, যৌন সম্পর্ক তৈরি করতে চায়, তখন করা উচিত। এটা তো স্পেশ্যাল।”
আলিয়া নিজের বয়ফ্রেন্ড শন জর্জিয়ার সঙ্গে সম্পর্কের কথাও প্রকাশ্যেই স্বীকার করেন। শনকে কি অনুরাগ পছন্দ করেন? এই বিষয়ে অনুরাগ জানিয়েছেন, আলিয়ার যে কোনও পছন্দকে শেষ পর্যন্ত তিনি সমর্থন করবেন। তবে তার ভাল বা মন্দের দায়িত্ব নিতে হবে মেয়েকেই। শনের মধ্যে এমন অনেক গুণ নাকি অনুরাগ লক্ষ্য করেছেন, যা কোনও মধ্যবয়স্ক পুরুষেরও থাকে না। সে দিক থেকে শনকে পছন্দই করেন তিনি।
বহুবার নাকি পার্টি থেকে মদ্যপ অবস্থায় বাবাকে ফোন করেছেন আলিয়া। সে পরিস্থিতি নিজের মতো করে সামলেছেন অনুরাগ। তিনি মনে করেন, কয়েক বছর আগেও বাবা-মায়েরা যে ভারতের ধারণা নিয়ে চলতেন, বর্তমান যুগের বাবা-মায়েদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
আলিয়া যদি বাবার কাছে এসে এখন বলেন, তিনি সন্তানসম্ভবা, মেনে নেবেন অনুরাগ? হাসতে হাসতে বাবা জবাব দেন, “আমি প্রথমেই জানতে চাইব, তুমি সন্তান রাখতে চাইবে কি না। তোমার সিদ্ধান্তই শেষ কথা। কারণ যে কাজই করবে, তার ভাল, মন্দের ভাগ তোমারই। বাকি তো শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব, সেটা তুমি জানো।”
আরও পড়ুন, নিজের সন্তান রয়েছে, তাকে লুকিয়ে রেখেছেন অভিকা? প্রকাশ পেল আসল সত্যি