জীবনের গভীর আক্ষেপ প্রকাশ আরিয়ানের; বাবা শাহরুখ জানালেন ছেলের মধ্যে অভিনয়ের স্পার্ক নেই

সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে স্নাতক হয়েছেন আরিয়ান। বিশ্ববিদ্যালয়ের আসার আগে তিনি ও অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি নন্দা সেভেনোয়াক্স স্কুলে একই সঙ্গে লেখাপড়া করতেন। ২০১৬ সালে তাঁরা স্কুল পাশ করেছেন।

জীবনের গভীর আক্ষেপ প্রকাশ আরিয়ানের; বাবা শাহরুখ জানালেন ছেলের মধ্যে অভিনয়ের স্পার্ক নেই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 7:35 AM

গ্র্যাজুয়েশন ডে আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর হবে নাই বা কেন, উচ্চশিক্ষার একটা ধাপ পূর্ণ হয় সেদিন। বাবা-মায়ের স্বপ্ন, পরিবার-আত্মীয়স্বজনের প্রত্যাশা পূর্ণ হয়। তাই স্নাতক হওয়ার দিন শংসাপত্র হাতে সুন্দর একটি ছবি তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই নিয়ে কিঞ্চিত আক্ষেপের সুর শোনা গেল শাহরুখের পুত্র আরিয়ানের কণ্ঠে।

রবিবারের বিকেলে নিজের গ্ল্যাজুয়েশন ডে-এর একটি ছবি পোস্ট করেছেন আরিয়ান। তিনি স্নাতক হয়েছেন মাসখানেক পেরিয়ে গিয়েছে। ছবি পোস্ট করে আরিয়ান লিখেছেন, “বাধ্যতামূলক গ্র্যাজুয়েশন পোস্ট”। আরিয়ানের ক্যাপশন বলছে,  “গ্র্যাজুয়েশন দিনের ছবি দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু বেটার লেট দ্যান নেভার।”

সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে স্নাতক হয়েছেন আরিয়ান। বিশ্ববিদ্যালয়ের আসার আগে তিনি ও অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি নন্দা সেভেনোয়াক্স স্কুলে একই সঙ্গে লেখাপড়া করতেন। ২০১৬ সালে তাঁরা স্কুল পাশ করেছেন।

View this post on Instagram

A post shared by Aryan Khan (@___aryan___)

বছরের শুরুতে আরিয়ানের স্নাতক সমাবর্ধনের একটি ছবি রাতারাতি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ানের অভিনয়ে আসার কোনও ইচ্ছা নেই। তাঁর মধ্যে অভিনেতা হওয়ার সেই স্পার্কও নেই। তিনি ভাল লেখক হতে পারেন বলে জানিয়েছিলেন শাহরুখ। বলেছিলেন, অভিনেতা হওয়ার ইচ্ছে ভিতর থেকে আসা দরকার। অভিনয় যে আরিয়ান করবেন না, তাই নিয়ে ১০০ ভাগ নিশ্চিত শাহরুখ। সে কথা নিজেই আরিয়ান জানিয়েছেন তাঁর বাবাকে।

শাহরুখের কন্যা ও আরিয়ানের বোন সুহানা খানও তাঁর লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন নিউ ইয়র্কে। ২১ বছরের সুহানা ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন একটি শর্ট ফিল্মে। তাঁদের ভাই আব্রাহাম রয়েছেন মুম্বইয়ে বাবা-মায়ের কাছে।

আরও পড়ুনগায়ের রং ও চেহারা নিয়ে খোঁটা শুনেছেন; কিন্তু চুপ থাকেননি এই ৭ অভিনেত্রী

আরও পড়ুনক্যাপ্টেন বিক্রম বাত্রার পর কোন স্বাধীনতা সংগ্রামীর উপর ছবি তৈরি করছেন করণ?