Aryan Khan KKR: অতীত ভুলে আরিয়ানের জয়গান, বাবার হয়ে প্রক্সিতে শাহরুখ-পুত্র পেল পয়া তকমা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 27, 2022 | 11:39 AM

IPL Match 2022: আরিয়ানের ভাগ্যেই না কি জিতল কেকেআর, মাঠ থেকে ভাইরাল খান পুত্রের দাপুটে লুক।

Aryan Khan KKR: অতীত ভুলে আরিয়ানের জয়গান, বাবার হয়ে প্রক্সিতে শাহরুখ-পুত্র পেল পয়া তকমা

Follow Us

সেলেবদের মাঠে ময়দানে উপস্থিতি মানেই একের পর এক সমালোচনার ঝড়। কখনও সামনে উঠে আসে প্রসঙ্গে পয়া অপয়া, কখনও আমার উঠে আসে সম্পর্কের নিরিখে ব্যক্তিগত নানা কাহিনী। যার কোপে পড়ে একাধিকবার সমালোচিত হয়েছেন বহু সেলেব। যে তালিকাতে সবার উপরের নামটি থাকে শাহরুখ খান (Shah Rukh Khan) বা অনুষ্কার। আইপিএল হোক বা ভারতীয় ক্রিকেট ম্যাচ, মাঠে উপস্থিত এক্সফ্যাক্টর সেলেবদের ভাগ্যই যেন নির্ধারণ করে ভবিষ্যত, অন্ততপক্ষে নেটিজেনদের সেটাই ধারনা। আর সেই সুবাদেই এবার ভাগ্যজোড়ে মুখ রক্ষা করল আরিয়ান খান (Aryan Khan)।

ঠিক ছয়মাস আগের কথা, যখন পাঠান ছবির শুটিং-এ যাওয়ার পথে ছেলের জন্যই বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছিল শাহরুখ খাননে। সেদিন প্রসঙ্গ ছিল আরিয়ান, আজ প্রসঙ্গ খোদ কিং খান। সেই ছবির কাজ শেষ করতেই মরিয়া এখন শাহরুখ, বেশ কিছুটা বিরতীর পর নিজেকে গড়ে পিঠে নিয়ে ঠিক কীভাবে নিজেকে তুলে ধরেছেন তিনি, তার ঝলক মেলে ঠিক ম্যাচের আগেই। কিন্তু প্রথম ম্যাচই ছিল কেকেআর-এর। সমস্যা ছিল একটাই, শুটিং-এর দরুণ তিনি নেই দেশে, স্পেনেই কাটল এই বিশেষ দিন, বদলে মাঠে উপস্থিত আরিয়ান, না, বাবার মুখ ডুবিয়ে এবার টিমকেও হারালো আরিয়ান, এমন কোনও মন্তব্য করার সুযোগটাই দিলেন না তিনি।

উল্টে প্রথম ম্যাচ জিতে বাবার অনুপস্থিতিতেই টিম স্পিরিট জুগিয়ে শেষ হাসি হাসলেন আরিয়ান, চেনা লুকে চেনা ছন্দে এদিন ধরা দিলেন প্রতিটা ফ্রেমে। আর অমনি বদলে গেল মন্তব্য, স্পষ্ট হয়ে গেল, আরিয়ান খানের স্বরূপ, পেয়ে গেলেন পয়া তকমা। নিরাশ করেননি তিনি বাবাকে, বা ভক্তদের, প্রথম ম্যাচের জয় হাসিল করে নিয়ে এবার গর্বে মাথা উঁচু আরিয়ানের। বর্তমানে শাহরুখ খান রয়েছেন স্পেনেই, হাতে মাত্র আর ৯ মাস, তারপরই ছবির মুক্তি, যার ফলে অন্য কোনও বিষয় নজর দেওয়ার সময় এখন তাঁর কাছে নেই। সিডিউল অনুযায়ী অক্টোম্বর ২০২১ এ শুট হয়ে গেলে এই সময় টিমের সঙ্গেি থাকতে পারতেন কিং খান।

আরও পড়ুন- SS Rajamouli-‘RRR’: রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর প্রথম দিনের কালেকশন বক্স অফিসে সুনামী নিয়ে এসেছে! 

আরও পড়ুন- Kriti Sanon-Meena Kumari: কৃতী শ্যানন কি অভিনয় করছেন মীনা কুমারী চরিত্রে?