Jacqueline Fernandez: সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন, মনে করতেন সে-ই তাঁর স্বপ্নের পুরুষ!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 17, 2022 | 4:18 PM

Jacqueline Fernandez: রিপোর্ট বলছে, জ্যাকলিন নাকি সুকেশের দ্বারা মারাত্মকরকম প্রভাবিত ছিলেন। প্রায়ই তাঁদের যোগাযোগ হত। সে সময় সুকেশের জালিয়াতির ঘটনাও সামনে চলে এসেছিল।

Jacqueline Fernandez: সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন, মনে করতেন সে-ই তাঁর স্বপ্নের পুরুষ!
'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ়।

Follow Us

দিন দুই আগে দিল্লি পুলিশের বিশেষ শাখা ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) জিজ্ঞাসাবাদ করে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় ও নোরা ফতেহিকে। ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়ায় এই দুই অভিনেত্রীর। নোরাকে ইতি মধ্যেই ‘ক্লিন চিট’ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত নন নোরা। সঙ্গে এও জানানো হয়েছে, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও অবগত ছিলেন না নোরা। অন্যদিকে, ১৭ অগস্ট জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম ওঠে ইডির অতিরিক্ত চার্জশিটে।

গত বুধবার (১৪.০৯.২০২২) জ্যাকলিনকে টানা ৮ ঘণ্টা জেরা করে ইওডব্লিউ। সূত্র মারফত জানা গিয়েছে, জ্যাকলিন নাকি সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন। মনে করেছিলেন, সে-ই তাঁর স্বপ্নের পুরুষ।

রিপোর্ট বলছে, জ্যাকলিন নাকি সুকেশের দ্বারা মারাত্মকরকম প্রভাবিত ছিলেন। প্রায়ই তাঁদের যোগাযোগ হত। সে সময় সুকেশের জালিয়াতির ঘটনাও সামনে চলে এসেছিল। ইওডব্লিউ-র স্পেশ্যাল অফিসার জানিয়েছেন, “জ্যাকলিন ফার্নান্ডেজ় অনেকটাই সমস্যায় জড়িয়েছেন। সুকেশের অপরাধমূলক কাজের হদিশ পেয়েও তিনি তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। কিন্তু নোরা সেটা করেছিলেন। যে মুহূর্তে তিনি বুঝেছিলেন সুকেশ সুবিধের লোক নন, তিনি তার থেকে সরে এসেছিলেন।”

জ্যাকলিনের ম্যানেজ়ার প্রশান্তর থেকে একটি ৮ লাখ টাকার বহুমূল্যবান বাইক বাজেয়াপ্ত করেছে ইওডব্লিউ। তাঁরা নিশ্চিত করে জানিয়েছেন, এটি সেই বাইক যা সুকেশে উপহার হিসেবে দিয়েছিলেন প্রশান্তকে।

একদিকে যেমন সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল জ্যাকলিনের। অন্যদিকে, নোরা কোনও দিনও সুকেশের সঙ্গে দেখাও করেননি বলে জানা যাচ্ছে। নোরা সঙ্গে কেবল সুকেশের হোয়াটস্অ্যাপে কথা হয়েছিল। তাও দু’বার।

Next Article