Shahrukh-Salman: সলমনকে কোনও দিন দুঃখ দিতে পারব না, কোন প্রসঙ্গে বলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 17, 2022 | 4:43 PM

 Shahrukh-Salman: ফলে দুইজনে তাঁদের ভক্তদের ভীষণ বিব্রত করেন যখন তাঁরা একসঙ্গে প্রকাশ্যে উপস্থিত হন।

Shahrukh-Salman: সলমনকে কোনও দিন দুঃখ দিতে পারব না, কোন প্রসঙ্গে বলেন শাহরুখ
সলমনকে কখনও দুঃখ দিতে পারব না বলেছেন শাহরুখ

Follow Us

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খান-এর বন্ধুত্ব অন-অফ চলতেই থাকে। ফলে দুইজনে তাঁদের ভক্তদের ভীষণ বিব্রত করেন যখন তাঁরা একসঙ্গে প্রকাশ্যে উপস্থিত হন। তবে তাঁদের এই বন্ধুত্ব কয়েক দশক ধরে রয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে তাঁদের এই বন্ধুত্ব ৯০ এর দশকের সময় থেকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হওয়ার আগেও এই জুটি বন্ধু ছিলেন। একটি পুরানো সাক্ষাৎকারে বলিউড বাদশা জানিয়েছিলেন যে সলমনের পরিবার কীভাবে তাঁর প্রাথমিক বছরগুলিতে তাঁকে সমর্থন করেছিলেন। অভিনেতা ‘করণ অর্জুন’-এর সেটে তাঁদের মধ্যে একটি কথিত ঝগড়ার গুজবকে সম্বোধন করছিলেন যখন তিনি মন্তব্য করেছিলেন,   “তাঁর (সলমন) মতো কাউকে আঘাত করতে পারবেন না”।

সলমনকে ‘বডিবিল্ডার’ বলে উপহাস করার বিষয়ে গুজবের প্রতিক্রিয়ায় শাহরুখ জানিয়েছিলেন যে তাঁর মন্তব্যটি তাঁর বন্ধু এবং সহ-অভিনেতা নয় বরং ছবির চরিত্র সম্পর্কে। এসআরকে তাঁর হাস্যকর স্বভাবের বিষয়ে কথা বলতে গিয়ে যা জানিয়েছিলেন, তা হল তিনি সলমনের সঙ্গে একটি ফটোশুট করছিলেন যখন তিনি “খুব নার্ভাস” হয়েছিলেন। “তারপর আমি এই বিতর্কিত মন্তব্য করেছিলাম, আমি মজা করছিলাম। আমি প্রায়ই যশজিকে বলি যে আমি তাঁর মতো টেকো বুড়োর সঙ্গে কাজ করব না, কিন্তু কেউ আমাকে সিরিয়াসলি নেয় না। দুর্ভাগ্যবশত, বডি বিল্ডিং কৌতুকটি ভুল হয়ে গেছে। আমি সলমনকে বলেছিলাম যে যদি আমি এমন কিছু বলতে টাইতাম, তাহলে আমি তাঁকে মুখের উপর বলব,” তিনি বলেছেন।

“আমি কখনই তাঁর মতো কাউকে আঘাত করতে পারব না। তাঁর এবং চাঙ্কির (পান্ডে) পরিবার আমার মুম্বইতে  প্রথম দিনগুলিতে সত্যিই আমার পরিবারের দেখাশোনা করেছিল। এমনকি সলমন তাঁর শুটিং শিডিউলের কারণে এই বিষয়ে অবগতও ছিলেন না। আমার স্ত্রী সবসময় সলমনের পাশে থাকে। ওঁর পরিবার, বিশেষ করে তাঁর বোন আলভিরা গৌরীর ঘনিষ্ঠ বন্ধু। এবং যদি বডি বিল্ডারদের সঙ্গে কাজ করতে আমার কোনও আপত্তি থাকে, তাহলে আমি শুধু মেয়েদের সঙ্গেই নিজেকে ঘিরে রাখতাম,” তিনি যোগ করেন।

সমস্ত উত্থান-পতন সত্ত্বেও সলমন এবং এসআরকে এখন ঘনিষ্ঠ বন্ধু। এই সাক্ষাৎকারের প্রায় তিন দশক পরও সুপারস্টাররা তাঁদের বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে প্রস্তুত। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পাবে জানুয়ারিতে, আর সলমন খানের ‘টাইগার ৩’ ২১ এপ্রিল ঈদে। একে অপরের ছবিতে দুইজনে ক্যামিও করবেন বলেই খবর।

 

Next Article