Ayushmann Khurrana: “এই শহর থেকে অনেক উপরে উঠে এলাম”, নিজের লেখা কবিতায় আর কী বলতে চাইলেন আয়ুষ্মান?
আয়ুষ্মান খুরানা, ওমুকের ছেলে নন, ইন্ডাস্ট্রিতে এসেছিলেন একেবারে খালি হাতে। কিন্তু এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। নতুন কিছুর সূচনা করবেন বলে।

একটি হাইরাইজ়ের বারান্দায় দাঁড়িয়ে নিজের লেখা এই কবিতাটা পোস্ট করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সত্যি তো জীবনে অনেকটা উঁচুতে উঠে এসেছেন তিনি। শুরু করেছিলেন ছোট জায়গা থেকে। কাউকে অনুকরণ না করে, কোনও গডফাদারের সাহায্য না নিয়ে নিজের জায়গা তৈরি হয়েছেন নিজের মতো করে। আজ তিনি সেই স্থানেই বিরাজমান। যে জায়গা থেকে তাঁকে সরানো একপ্রকার অসম্ভব।
View this post on Instagram
আয়ুষ্মান খুরানা, ওমুকের ছেলে নন, ইন্ডাস্ট্রিতে এসেছিলেন একেবারে খালি হাতে। কিন্তু এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। নতুন কিছুর সূচনা করবেন বলে। অভিনয় করেছেন একাধিক ছবিতে। শুরু থেকে তাঁর লক্ষ্য ছিল এমন কিছু ছবি, যে ছবিতে ‘হিরো’ আসলে গল্প। যার বিষয়বস্তুর গুণ ছাপিয়ে যাবে সবকিছুকে। চিরাচরিত ছকের একটু বাইরে হাঁটতে চেয়েছিলেন বরাবর। প্রমাণ করতে চেয়েছিলেন মানুষ আসলে ভাল গল্প শুনতে চায়। আর কিছু চায় না।





