‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র সেটে প্রথম দেখা দু’জনের। এবং তারপর একে অপরের প্রেমে হাবুডুবু খেতে থাকেন সলমন-ক্যাটরিনা। তবে শীঘ্রই তাদের সমীকরণটি ঠিকভাবে টিকল না এবং পার্থক্যের কারণে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘনিয়ে আসে। তবে দু’জনে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে চলেছেন আজও। এবং ভাইজান সবসময় ক্যাটরিনার প্রতি তাঁর ভালবাসা দেখিয়েছেন। সুতরাং যখন ১৬ জুলাই ক্যাটরিনা জন্মদিনে আরও বড় হয়ে উঠলেন, সলমন তার প্রাক্তন প্রেমিকাকে সবচেয়ে রোমান্টিকভাবে শুভেচ্ছা জানাতে দ্বিধা বোধ করেননি।
ক্যাটরিনার সঙ্গে এক ‘লাভি-ডাভি’ ছবি শেয়ার করে সলমন তাঁকে শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখেন, ‘ক্যাটরিনা, দুর্দান্ত হোক আপনার জন্মদিন, এটাই কামনা করুন! আপনার জীবনে প্রচুর ভালবাসার সঙ্গে সুস্বাস্থ্য, ধন, জ্ঞান আসুক, সঙ্গে রইল ভালবাসা এবং সম্মান।’
২০১৯ সালের ফিল্মের প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা’ শোতে গিয়েছিলেন সলমন এবং ক্যাটরিনা। থ্রোব্যাক ছবিটি সেই শোতো তোলা। ছবিতে ক্যাটরিনা সলমনের কলার মাইকটি ঠিক করে দিচ্ছেন ।আর ভাইজানের মুখের হাসিটি জ্বলজ্বল করছে। তিনি ক্যাটরিনার দিকে ঝুঁকে ছিলেন।
সলমন ভক্তরা ক্যাটরিনার জন্মদিনে সলমনের পোস্টটি দেখে আর শান্ত থাকতে পারেননি। ‘ভাই নে ভাবি কো উইশ কর দিয়া,” এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন পোস্টে। অন্যরা সলমনকে ক্যাটরিনার সঙ্গে গাঁটছড়া বাঁধতে বলেছেন এবং অনেকে শুধুমাত্র ক্যাটরিনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন Chunky Panday: মা নেই, ছোটবেলায় মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়ছে চাঙ্কির