Rashmika Mandanna: দক্ষিণী ছবির নায়িকার হাতে একের পর এক ছবি! রশ্মিকার বলিউড সফর শুরু

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 17, 2021 | 11:01 AM

‘পুষ্প’ একটি প্যান-ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে এবং এতে আল্লু অর্জুন মুখ্য চরিত্রে অভিনয় করবেন।

Rashmika Mandanna: দক্ষিণী ছবির নায়িকার হাতে একের পর এক ছবি! রশ্মিকার বলিউড সফর শুরু
রশ্মিকা।

Follow Us

বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা খুব তাড়াতাড়ি জীবনে খ্যাতি অর্জন করেছেন। তার কারণ তাঁদের প্রতিভা এবং কঠোর পরিশ্রম। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখার জন্য প্রস্তুত হচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্ডান্না। ডেবিউ ছবিটি মুক্তি পাওয়ার আগেই অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্ত অভিনীত ‘গুড বাই’ ছবির জন্য কাজ শুরু করে ফেলে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ে ছবির শুটিং শেষ হল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, রশ্মিকা তাঁর আসন্ন ছবি ‘পুষ্প’রও শুটিং শুরু করেছেন। অভিনেত্রী ইন্ডাস্ট্রির একের পর এক কাজ পেয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। সাম্প্রতিক এক বিবৃতিতে রশ্মিকা বলেন, “বড় হওয়ার সময় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল মাধুরী দীক্ষিত। আমি তাঁর নাচ ভালবাসি এবং বাড়িতে মাঝে মাঝে সেগুলো অনুকরণ করতাম। এভাবেই আমি বড় হয়েছি। তবে একজন অভিনেত্রী হিসাবে আমার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কেউ নেই যে আমাকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি যে আমাকে যদি অনুপ্রেরণা নিতে হয় তবে আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে সেই ব্যক্তিকে পুরোপুরিভাবে জানতে হবে।”

‘পুষ্প’ একটি প্যান-ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে এবং এতে আল্লু অর্জুন মুখ্য চরিত্রে অভিনয় করবেন। রশ্মিকার ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা রয়েছে কারণ তার পাইপলাইনে বেশ কিছু ভাল ছবি রয়েছে। কিছুদিন আগে ‘গুডবাই’ ছবিতে অমিতাভের লুক অনলাইনে ফাঁস হয়ে যায়। ইন্টারনেটে ছবি প্রকাশ পেতেই কয়েক মিনিটে ভাইরাল হয়ে যায়। ছবিতে অমিতাভকে দেখা যায় রশ্মিকা মন্দনার পাশে। ‘গুডবাই’ ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করচেন নীনা গুপ্তাও। রশ্মিকার এক ফ্যান অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া ভাইরাল ছবিতে বিগ বি এবং রশ্মিকা ধরা পড়েন এক ফ্রেমে। যে পেজ থেকে ছবিটি ফাঁস হয় তার নাম ছিল ‘রশ্মিকা_ফরএভার’।

 

আরও পড়ুন ‘দাদা বউদিকে উইশ করেছে’, সলমন-ক্যাটের ‘লাভিডাভি’ ছবিতে কমেন্ট নেটিজেনের

Next Article