গত সপ্তাহে মাকে হারালেন অভিনেতা চাঙ্কি পান্ডে। তাঁকে শ্রদ্ধা জানাতে মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্জেলে। মা অর্থাৎ ডক্টর স্নেহলতা পান্ডের প্রায়শই এমন কিছু কথা বলতেন সে সব কথাই মনে পড়ল ছেলে চাঙ্কির। ‘ম মানে মা, আপনি আরেকটা মা কোথাও পাবেন না। যখন ছোটবেলায় দুষ্টুমি করতাম ডক্টর স্নেহলতা পান্ডে আমার মা এই কথা খুব বলত।’ একাধিক থ্রোব্যাক ছবির ক্যাপশনে লেখেন চাঙ্কি। ছবিতে তাঁর কন্যা অনন্যা পান্ডে এবং রিসার সঙ্গে চাঙ্কির মায়ের ছবিও রয়েছে। তাঁর স্ত্রী ভাবনা পান্ডে, বন্ধু কানিকা কাপুর, মাহীপ কাপুর এবং সীমা খান পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন।’
এই সপ্তাহের শুরুতে, অনন্যা পান্ডেও তার ঠাকুমার জন্য উৎসর্গীত একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন। শৈশবের ছবিগুলিশেয়ার করে তিনি লিখেছিলেন, “বিশ্রাম করুন, আমার দেবদূত। তিনি যখন জন্মে ছিলেন তখন চিকিৎসকরা বলেছিলেন যে ত্রুটিযুক্ত হার্টের ভাল্বের কারণে তিনি বেশি বছরের বাঁচবেন না, তবে আমার ঠাকুমা বেঁচেছিলেন এবং কীভাবে সে কাজ করে গিয়েছিলেন..প্রত্যেকদিন ৮৫ বছর পর্যন্ত, তার ব্লক হিল এবং লাল চুলগুলো নিয়ে সসকাল ৭টায় কাজ করতে যেতেন। আমি যা করতে ভালোবাসি তা করতে তিনি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেছেন এবং আমি তার শক্তি এবং আলোতে বেড়ে ওঠার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর হাত সবচেয়ে নরম ছিল, সেরা পায়ের ম্যাসাজ দিতেন, তিনি একেবারে পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ ছিলেন, হাত দেখতে পারতেন এবং কখনও আমাকে হাসাতে ব্যর্থ হননি। আমাদের পরিবারের জীবন তিনি। আপনাকে এতটাই পছন্দ যে কখনও ঠাকুমাকে ভুলতে পারব না—আমি আপনাকে অনেক ভালবাসি।’