বিপাকে বলিউড অভিনেতা রজত বেদী। গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই মুম্বইয়ের ডিএন নগর থানায় ভারতীয় সংবিধানের ২৭৯ ও ৩৩৮ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জনবহুল আন্ধেরি অঞ্চলে। পুলিশ সূত্রে খবর জখম ওই পথচারীকে অভিনেতাই কুপার হাসপাতালে নিয়ে আসেন। পথচারীর নাম রাজেশ বুধ। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। সোমবার সন্ধে ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর। ডিএন নগর থানার ডিসিপি সংগ্রাম সিং নিশান্দার এক সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনাটি ঘটা মাত্রই সেই পথচারীকে হাসপাতালে নিয়ে গিয়েছেন ওই অভিনেতা। এর পর নিজেই তিনি থানায় এসে গোটা ঘটনা সবিস্তারে জানান। যদিও সেই ব্যক্তির এখনও জ্ঞান ফেরেনি।” তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেও খবর। মামলাক দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাঁকে।
হৃতিক রোশন ও প্রীতি জিন্টার জনপ্রিয় ছবি ‘কোই মিল গয়া’তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর চরিত্রের নাম ছিল রাজ সাক্সেনা। খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে শুধু ওই ছবিতেই নয় প্রায় ৪০টির মতো ছবিতে অভিনয় করেছেন রজত। এর মধ্যে খামোশ, রকি বেশ উল্লেখযোগ্য।