Vicky Kaushal: বছর শুরুতেই বিপত্তি, ভিকির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ইন্দোরের যুবক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 02, 2022 | 9:38 AM

দিন কয়েক আগেই সারা আলি খানের সঙ্গে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তাঁদের শুটিংয়ের একটি ছবি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

Vicky Kaushal: বছর শুরুতেই বিপত্তি, ভিকির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ইন্দোরের যুবক
ভিকির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ইন্দোরের যুবক

Follow Us

বছর শুরুতেই নয়া বিপত্তি। ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ইন্দোরের যুবক জয় সিং যাদব। জয়ের অভিযোগ, যে বাইকে করে ভিকি শুটিং করেছেন সেইউ বাইকের নম্বর প্লেটটি আদপে তাঁর।

দিন কয়েক আগেই সারা আলি খানের সঙ্গে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তাঁদের শুটিংয়ের একটি ছবি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। ছবিটিতে দেখা গিয়েছিল সারাকে পিছনে বসিয়ে বাইকে করে ইন্দোর চষে বেড়াচ্ছেন ভিকি। পরে জানা যায়, সেটি আদপে ছবিরই এক সিকুয়েন্স। ওই যুবকের দাবি সিনেমায় ব্যবহৃত ওই বাইকে যে নম্বরপ্লেটটি দেখানো হয়েছে, বাস্তব দুনিয়ায় সেটি তাঁর। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক”।

অন্যদিকে ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনিও এ ব্যাপারে মুখ খুলেছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “সত্যিই অবৈধ ভাবে নম্বর প্লেট ব্যবহৃত হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব”। যদিও ভিকি ভক্তদের বক্তব্য, সেটে কী ব্যবহার হবে সে দায় কখনওই অভিনেতার নয়। তাই এ ক্ষেত্রে ভিকির আইনভঙ্গের অভিযোগ নিয়ে খানিক সন্দিহান তাঁরা।

প্রসঙ্গত, এই ছবিতেই ভিকির সঙ্গে প্রথম বার কাজ করছেন সারা আলি খান। সূত্রের খবর, লক্ষণ উটেকারের রোম্যান্টিক ছবিতে প্রথমবার দেখা যাবে ভিকি-সারাকে। ছবির প্রযোজক ম্যাডক ফিল্মস। বিগত কয়েক বছরে অন্য ধরনের বিষয়বস্তু নির্ভর ছবি তৈরি করে ইন্ডাস্ট্রিতে নিজেদের পাকাপাকি জায়গা তৈরি করেছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। তারাই তৈরি করছে এই ছবিটি। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে। তাঁদের একটাই স্বপ্ন নিজেদের বাড়ি তৈরি করা। কয়েকমাস আগেই ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রথমে আয়ুষ্মান খুরানার অভিনয় করার কথা ছিল ছবিতে। কিন্তু কোনও কারণে আয়ুষ্মান ছবি থেকে সরে আসেন। অফার যায় ভিকির কাছে।

Next Article
Kajal Aggarwal: মিলে গেল জল্পনা, মা হচ্ছেন অভিনেত্রী কাজল, স্পষ্ট বেবিবাম্প
83: শাহরুখের ‘জিরো’র থেকেও কম টিকিট বিক্রি হল ‘৮৩’র, প্রথম সপ্তাহে আয় কত?