যেমনটা ভাবা হয়েছিল, হল ঠিক তার উল্টো। বক্সঅফিসের বিচারের নস্টালজিয়া ও সত্য ঘটনা অবলম্বনে তৈরি ৮৩ ফ্লপ। প্রথম সপ্তাহে ওই ছবির আয় শুনলে মন খারাপ হয়ে যাবে আপনার। ট্রেড অ্যানালিস্টদের এক রিপোর্ট জানাচ্ছে শাহরুখ খানের সুপার ফ্লপ ‘হিরো’র থেকেও কম টিকিট বিক্রি হয়ে কবীর খান পরিচালিত ওই ছবিটির।
৯ দিনে ওই ছবি আয় করেছে ৭৯ কোটি ৪৬ লক্ষ টাকা। ছবির বাজেট ২০০ কোটি টাকা। সেই নিরিখে প্রায় ৫০ কোটি ক্ষতির মুখে পড়তে পারে ছবিটি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এসআরকে’র জিরো -র প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৯ লক্ষ টিকিট। ৮৩-র খেতে সংখ্যাটি ৩৮ লক্ষ। তবে জিরোর তুলনায় প্রথম সপ্তাহে আয় বেশি হয়েছে ৮৩-র। তার অন্যতম কারণ ছবিটির উঁচু দরের টিকিটমূল্য। বিশেষজ্ঞরা মনে করছেন, ৮৩ ফ্লপ করার অন্যতম কারণ হতে পারে টিকিটের চড়া দাম। যদিও পাল্টা যুক্তিও আছে। চড়া দামে সম্মতি জানিয়ে একদলের বক্তব্য যদি টিকিটের এমন দাম না হতো তবে যে টুকু আয় হয়েছে তাও হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
‘৮৩’ ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন তাহির রাজ বাসিন, সাকিব সালিম, জতিন সারনা, চিরাগ পাতিল, দিনকার শর্মা, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, অ্যামি ভির্ক, আদ্যিনাথ কোঠারে, পঙ্কজ ত্রিপাঠি-সহ আরও অনেকে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ বিজয়ে গায়ে কাঁটা দেওয়া অভিযান নিয়েই ছবি। রণবীর সিং যথাযথ। তা সত্ত্বেও ছবিটি হিট না করায় মন খারাপ সিনেপ্রেমীদের একটা বড় অংশের।
আরও পড়ুন- Omicron cases in india: আবারও বিধিনিষেধ, চিন্তার ভাঁজ টলিপাড়ার টেকনিশিয়ানদের কপালে
আরও পড়ুন- Tollywood: কড়াকড়ি, সিনেমাহলে নিয়ন্ত্রণ, টলিপাড়ায় শুটিং-ছবি মুক্তিতেও কি পড়ল কোপ?
যেমনটা ভাবা হয়েছিল, হল ঠিক তার উল্টো। বক্সঅফিসের বিচারের নস্টালজিয়া ও সত্য ঘটনা অবলম্বনে তৈরি ৮৩ ফ্লপ। প্রথম সপ্তাহে ওই ছবির আয় শুনলে মন খারাপ হয়ে যাবে আপনার। ট্রেড অ্যানালিস্টদের এক রিপোর্ট জানাচ্ছে শাহরুখ খানের সুপার ফ্লপ ‘হিরো’র থেকেও কম টিকিট বিক্রি হয়ে কবীর খান পরিচালিত ওই ছবিটির।
৯ দিনে ওই ছবি আয় করেছে ৭৯ কোটি ৪৬ লক্ষ টাকা। ছবির বাজেট ২০০ কোটি টাকা। সেই নিরিখে প্রায় ৫০ কোটি ক্ষতির মুখে পড়তে পারে ছবিটি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এসআরকে’র জিরো -র প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৯ লক্ষ টিকিট। ৮৩-র খেতে সংখ্যাটি ৩৮ লক্ষ। তবে জিরোর তুলনায় প্রথম সপ্তাহে আয় বেশি হয়েছে ৮৩-র। তার অন্যতম কারণ ছবিটির উঁচু দরের টিকিটমূল্য। বিশেষজ্ঞরা মনে করছেন, ৮৩ ফ্লপ করার অন্যতম কারণ হতে পারে টিকিটের চড়া দাম। যদিও পাল্টা যুক্তিও আছে। চড়া দামে সম্মতি জানিয়ে একদলের বক্তব্য যদি টিকিটের এমন দাম না হতো তবে যে টুকু আয় হয়েছে তাও হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
‘৮৩’ ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন তাহির রাজ বাসিন, সাকিব সালিম, জতিন সারনা, চিরাগ পাতিল, দিনকার শর্মা, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, অ্যামি ভির্ক, আদ্যিনাথ কোঠারে, পঙ্কজ ত্রিপাঠি-সহ আরও অনেকে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ বিজয়ে গায়ে কাঁটা দেওয়া অভিযান নিয়েই ছবি। রণবীর সিং যথাযথ। তা সত্ত্বেও ছবিটি হিট না করায় মন খারাপ সিনেপ্রেমীদের একটা বড় অংশের।