অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর স্বামীকে জন্মদিনে উইশ করলেন। ছত্রিশে পা দিলেন রণবীর সিং। স্বামী-অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রামে হ্যান্ডেলে দীপিকা, রণবীরের সঙ্গে কাপল ডান্সের এক ভিডিয়ো পোস্ট করেন। শেহনাজ গিলের জনপ্রিয় সংলাপ নিয়ে যশরাজ মুখাটে সেই ভাইরাল মিক্স গান— ‘তৌড্ডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা’ গানে পুরোদমে নাচতে দেখা গেল ‘মিঞা-বিবি’কে।
গানের ভিডিয়ো ক্লিপে, ঠোঁট মেলালেন তো বটেই নাচলেনও তারকা দম্পতি। হালকা সবুজ ক্রপড সোয়েটশার্ট পরেছিলেন দীপিকা। রণবীর ছিলেন হোয়াইট টি-শার্ট, ট্রাউজারে। ভিডিওটি শেয়ার করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘কারণ আজ আপনার জন্মদিন, তাই আমি শান্তির বজায় রেখে বলব ‘তৌড্ডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা’ হ্যাপি হ্যাপি বার্থডে আমার আমার সবচেয়ে প্রিয় মানুষ!’ গানটির স্রষ্টা যশরাজও মন্তব্য করেন দীপিকার পোস্টে। লেখেন, ‘বাপ!!!আজকের দিনটা স্বার্থক।’
দীপিকার পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। ‘ ৮৩’, ‘ফাইটার’, ‘পাঠান’ এবং ন্যান্সি মেয়ার্স ২০১৫ সালের হলিউড ছবি দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেক। ‘দ্য বিগ পিকচার’ শোয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর। ‘ ৮৩’, ‘সূর্যবংশীট, ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’, এবং ব্লকবাস্টার ছবি ‘আন্নিয়ান’-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও অভিনয় করবেন রণবীর। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ভাট।
আরও পড়ুন Kajal Agarwal: বলিউডে ‘ঠাকুরপো’! কাজল আগরওয়াল অভিনীত ‘উমা’তে থাকছেন প্রসূন সাহা