সঞ্জয় লীলা ভন্সালীর ‘বৈজু বাওরা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। শোনা যাচ্ছিল, সেখানে ফের একে-অপরের বিপরীতে অভিনয় করবেন রণবীর ও তাঁর সহধর্মিণী দীপিকা। অতীতেও ভন্সালীর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’তে একে-অপরের বিপরীতে। ‘পদ্মাবত’ ছবিতে খল-চরিত্রে ছিলেন রণবীর। রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। তাই ‘বৈজু বাওরা’-এ রিয়েল লাইফ জুটিকে ফের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক।
কিন্তু এখন জানা যাচ্ছে, রণবীরের ঘরণী ছবির অফার ফিরিয়েছেন। স্বামী রণবীরের বিপরীতে তাঁকে আর দেখা যাবে না। কারণ অন্য কিছু নয়, পারিশ্রমিক। রণবীরের সমান পরিশ্রমিক চেয়েছিলেন দীপিকা। এক টাকা বেশি না, এক টাকা কমও না। আর তাতেই রাজি হচ্ছিলেন না নির্মাতার। ফলে ছবির অফার ফিরিয়ে দেন দীপিকা।
‘ছপাক’ ছবিটির সহ-প্রযোজক ছিলেন দীপিকা। সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, তাঁকে কি টাকা রণবীর সিং দিয়েছেন? প্রশ্নের তীব্র বিরোধিতা করেছিলেন দীপিকা। স্পষ্ট জানিয়েছিলেন, তিনি যেখানে প্রযোজক, কেন স্বামী তাঁকে টাকা দেবেন। সম্প্রতি পুরুষ কো-স্টারদের সমতুল্য পারিশ্রমিক না পেলে কাজ ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ফলে, ‘বৈজু বাওরা’র ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। দীপিকার এই দাবি মেটাতে রাজি হননি ভন্সালীও।
অনেকেই মনে করেন দীপিকা ভন্সালীর ফেভারিট। দীপিকার ইচ্ছাপূরণে তিনিও পিছ পা হলেন, বিষয়টি প্রায় সকলকেই চমকে দিয়েছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ৪টি ছবি রণবীর-দীপিকার সঙ্গে করবেন বলে ঠিক করেছেন ভন্সালী। কিন্তু ‘বৈজু বাওরা’ থেকে দীপিকার বেরিয়ে যাওয়া সেই ছবিগুলির ভবিষ্যতের দিকেও আঙুল তুলেছে।
আরও পড়ুন: ঋতুস্রাবে ভিজেছিল স্কুলের স্কার্ট; দিনটি ভুলতে পারেননি অনন্যা