জন্মের পরই আইসিইউতে সন্তান, সময়ের আগে মা হলেন দিয়া মির্জা
Dia Mirza: দিয়া লিখেছেন, ‘আমাদের পুত্র সন্তান আভ্যান আজাদ রেখির জন্ম হয়েছে ১৪মে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। এতদিন চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে ছিল।’
মা হলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বৃহস্পতিবার সকালে পুত্র সন্তান হওয়ার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তিনি। সন্তানের আঙুল জড়িয়ে রয়েছে তাঁর আঙুল, এমন একটা ছবি শেয়ার করে পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন।
এলিজাবেথ স্টোনের একটি লেখা শেয়ার করে দিয়া লিখেছেন, ‘আমাদের পুত্র সন্তান আভ্যান আজাদ রেখির জন্ম হয়েছে ১৪মে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। এতদিন চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে ছিল।’
দিয়া জানান, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে জীবন প্রায় বিপন্ন হতে বসেছিল। কিন্তু সঠিক সময়ে যত্ন নেওয়ার ফলে এমার্জেন্সি সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভয় না পেয়ে বৈভব এবং দিয়া এই কঠিন সময় সামলে উঠেছেন। এ সময় যাঁরা তাঁদের পাশে থেকে নিয়ত সাহস দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
View this post on Instagram
দিয়ার কথায়, ‘আভ্যান খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে। ওর দিদি সামাইরা এবং দাদু, ঠাকুমা ওকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছে।’ এই খবর আগে জানানো সম্ভব হলে তাঁরা নিশ্চয়ই জানাতেন। তা সম্ভব ছিল না বলেই এতদিন পরে জানাতে বলে জানান অভিনেত্রী। আপাতত কঠিন সময় কাটিয়ে উঠেছেন। সমস্ত অনুরাগীদের শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। বাবা, মা হিসেবে বৈভব-দিয়া নতুন ভাবে পথ চলতে শুরু করেছেন। সেই পথে সকলের আশীর্বাদ প্রয়োজন তাঁদের।
চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যান দম্পতি। সেখান থেকেই তাঁর সন্তান সম্ভবনার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। ফ্লোরাল গাউনে বেবি বাম্পের ছবি শেয়ার করে দিয়া লিখেছিলেন, ‘আমি আশীর্বাদধন্য। সব গল্পের শুরু যেখান থেকে হয় সেই শক্তির সঙ্গে নিজেকে জুড়ে আমি গর্বিত। ঘুমপাড়ানি গান…নতুন চারাগাছ… আর একরাশ আশা… আমার গর্ভে এই সব নতুন স্বপ্নের উদ্বোধন করতে পেরে আমি ধন্য।’
সাহিল সঙ্ঘর সঙ্গে ১১ বছরের দাম্পত্যে বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেছেন দিয়া। মা হয়েছেন, তাই তাঁর দায়িত্ব অনেক বেশি। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে বড় বলে ফের কাজে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।
আরও পড়ুন, ‘দেবদাস’-এর শুটিংয়ে ‘ইস্যু’ ছিল শাহরুখের, এতদিন পর প্রকাশ্যে!