Amitabh Bachchan Birthday: জন্মদিনে নিজের বয়স ‘ভুল’ বললেন বিগ-বি! শুধরে দিলেন মেয়ে শ্বেতা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2021 | 5:07 PM

ছবি পোস্ট করে অমিতাভ লেখেন, "৮০-তে পা দিচ্ছি। " এর পরেই শ্বেতা পালটা লেখেন, '৭৯'। অর্থাৎ বাবাকে তিনি বোঝাতে চান, এক বছর বাড়িয়েই বলেছেন তিনি।

Amitabh Bachchan Birthday: জন্মদিনে নিজের বয়স ভুল বললেন বিগ-বি! শুধরে দিলেন মেয়ে শ্বেতা
অমিতাভ বচ্চন

Follow Us

বচ্চন ভক্তদের জন্য আজ এক বিশেষ দিন। আজ অর্থাৎ সোমবার বিগ-বি’র জন্মদিন। জন্মদিনে নিজের বয়স নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেম অমিতাভ বচ্চন। কিন্তু তাতে নাকি নিজের বয়স বাড়িয়ে বলেছেন অমিতাব বচ্চন। এমনটাই মনে করেছেন মেয়ে শ্বেতা নন্দা। এখানেই শেষ নয় সর্ব সমক্ষেই বাবার ‘ভুল’ ধরিয়েও দিলেন তিনি। যদি বচ্চন-ভক্তদের দাবি বচ্চন নয় বরং ভুল করেছেন শ্বেতাই।

ছবি পোস্ট করে অমিতাভ লেখেন, “৮০-তে পা দিচ্ছি। ” এর পরেই শ্বেতা পালটা লেখেন, ‘৭৯’। অর্থাৎ বাবাকে তিনি বোঝাতে চান, এক বছর বাড়িয়েই বলেছেন তিনি। এবার প্রশ্ন কে ভুল?


হিসেব করলে দেখা যাবে। আজ ৭৯ বছর পূর্ণ করলেন অমিতাব বচ্চন। ৮০তে পা দিলেন। পোস্টে সেটাই তিনি লিখেছেন। তাই ব্যাকরণগত ভাবে অমিতাভই ঠিক। অন্যদিকে শ্বেতার আবার ‘পা দেওয়া’ কনসেপ্ট পছন্দ হয়নি। বাবার বয়স বাড়ুক কোন মেয়েই চায়!

এ দিন সকাল থেকেই বিগ-বি’র জন্য ছড়িয়ে পড়ছে শুভেচ্ছা বার্তা। টুইটারেও ট্রেন্ড করছেন তিনি। এই মুহূর্তে কেবিসির কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। এ বারের কেবিসি গত বছরের থেকে অনেকটাই আলাদা। গত বছর কোভিড পরিস্থিতিতে লাইভ অডিয়েন্সের সেগমেন্টটির পরিবর্তে আনা হয়েছিল ভিডিয়ো এ ফ্রেন্ড। করোনা পরিস্থিতিতে সবটাই ভার্চুয়াল। কেবিসির ঘরেও সেই ব্যবস্থাই নেওয়া হয়েছিল। তবে এ ব্যাপারে আবারও লাইভ অডিয়েন্সের ব্যবস্থা। শুধু তাই নয়, এ বারে গেম টাইমারেরও এক নতুন নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ধুক ধুকি জি’। সেটও সাজানো হয়েছে এলইডি দিয়ে। ভার্চুয়াল সিলিং আর গেমপ্লে গ্রাফিক্স তাতে যোগ করেছে অন্য মাত্রা।

 

তাঁর আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির অপেক্ষায়। দিন কয়েক আগেই বিদেশ থেকে তাঁর জন্মদিন পালনের জন্য বাড়ি ফিরেছেন ঐশ্বর্যা, অভিষেক ও আরাধ্যা। বচ্চন পরিবারের মেরুদণ্ডর জন্মদিন কীভাবে পালিত হয় এখান সেটাই দেখার।

আরও পড়ুন, Durga Puja 2021: দুর্গাপুজো আমার জীবনের অনেক কিছুরই প্রথম: সৌরভ সাহা

আরও পড়ুন, Neha Dhupia: পুত্র সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন নেহা

Next Article