এখনও আইসিইউতেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মাঝে অতিক্রান্ত হয়েছে ৩ দিন। যদিও স্ত্রী শায়রা বানু জানাচ্ছেন দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল।
সংবাদসংস্থা এএনআইকে সায়রা বানু জানিয়েছেন, তাঁকে বাড়ি নিয়ে যেতে চাইলেও ডাক্তারদের অনুমতি মেলেনি এখনও। তাঁর কথায়, “স্থিতিশীল থাকলেও এখনও আইসিইউতে রয়েছেন উনি। আজকেও ছাড়া পাবেন না তিনি। আমরা যদিও বাড়ি নিয়ে যেতে চাইছি।”
গত মাসে দুই বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপ কুমারকে। তিন সপ্তাহ আগে ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘bilateral pleural effusion’। তা থেকে সুস্থ হওয়ার পর তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু গত বুধবার আবারও শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
আরও পড়ুন- Delhi Belly: ভাগ্নে নয়, আমির বেছেছিলেন রণবীরকে, শেষমুহূর্তে সরে যান ঋষি-পুত্র
গত বছর করোনায় দুই ভাইকেই হারিয়েছেন কিংবদন্তী ওই অভিনেতা। আসলাম খান মারা গিয়েছেন ৮৮ বছরে এবং এহসান খান প্র্যাত হয়েছেন ৯০ বছরে। ২০২০র মার্চ থেকেই স্ত্রীর সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছেন দিলীপ কুমার। চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি তাঁকে। আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা।
Dilip Kumar Sahab’s health is still stable. He is still in ICU, we want him to take home but we are waiting for the doctors’ approval. He will not be discharged today, says his wife Saira Banu
He was admitted to Mumbai’s PD Hinduja Hospital due to breathing issues on June 30. pic.twitter.com/uHiHPHFtaj
— ANI (@ANI) July 3, 2021