Ritesh Deshmukh: কে কেড়ে নিলেন রীতেশের ‘দিল কা চ্যায়েন’? সাদা-কালো ভিডিয়োতে দেখালেন সবটা…

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 03, 2021 | 1:58 PM

বিবেক-বিদ্যাদের পর এবার ওয়েবে পা রাখতে চলেছেন রীতেশ দেশমুখ।

Ritesh Deshmukh: কে কেড়ে নিলেন রীতেশের দিল কা চ্যায়েন? সাদা-কালো ভিডিয়োতে দেখালেন সবটা...

Follow Us

মুম্বইতে সকাল থেকে বৃষ্টি। এমন দিনে বলিউড সেলিব্রিটি কাপলদের মনে যেন প্রেমের উথাপাথাল মাতাল। সম্ভবত, রীতেশ দেশমুখ এমন অভিনেতা যিনি কখনও লাভ সিজনের বাইরে বেরোননি। তাঁর স্ত্রী, অভিনেত্রী জেনেলিয়াকে ছাড়া তাঁর প্রেম পরিণতি পায়ও কীভেবে? দুই সন্তানের বাবা-মা কখনও কখনও একে অপরের প্রতি ভালবাসা ডুবে থাকেন এতটাই যে কখনও ক্লান্ত হন না। সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওতে, রীতেশ গায়ক সনমের ‘ও মেরে দিল কে চ্যায়েন’  গানে বেশ অভিনয় করলেন। ভোরবেলা চোখের মুখ নিয়ে ক্যামেরায় ছিল সেই অভিনয়। ঠিক যখন রোমান্টিক লাইনগুলো ‘দিল তুম কো হি চাহে কেয়া কিজিয়ে’ শুরু হয়, তখন তিনি জেনেলিয়ার দিকে ক্যামেরাটি ঘুরিয়ে দেন, জেনেলিয়া তখন তাঁর ফোনে স্ক্রোল করতে ব্যস্ত ছিলেন।

গানের কথার সঙ্গে ধাপে ধাপে রীতেশের অভিনয় বেশ ভালভাবে মানিয়েছে। ক্যাপশনে রীতেশ লিখেছেন, ‘সকাল শুটিংনেই।‘ তবে ভিডিয়ো ক্লিপে যে প্রেম আমরা দেখতে পাই তার তুলনায় এই ক্যাপশন মানানসই নয়।

 

 

বিবেক-বিদ্যাদের পর এবার ওয়েবে পা রাখতে চলেছেন রীতেশ দেশমুখ। মুম্বইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরিচালক শশাঙ্ক ঘোষের পরবর্তী প্রজেক্টে দেখা যাবে তাঁকে।

সূত্র বলছে ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই বছরেরই ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়ার  কথা ছিল ছবিটির। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে যায়। পরিচালকের ঘনিষ্ট সূত্রের  খবর সব ঠিক থাকলে এই বছরের জুলাইতে শুরু হতে পারে শুটিং। ছবিটি আসলে সোশ্যাল কমেডি। ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে দেখা যাবে রীতেশকে। যদি শুটিং শুরু করা যায় জুলাইতে তাহলে ২০২২-এর প্রথমেই ওটিটিতে আনার কথা ভাবছেন প্রযোজক।

 

 

আরও পড়ুন Nora Fatehi: অত্যুৎসাহী পিআর টিম! ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী নোরা ফাতেহি

Next Article