ভারতীয় মা-মাসিদের মতো এক বিচিত্র অভ্যাসের দাস দীপিকা পাড়ুকোন। তিনিও তাঁদের মতোই একটি বিশেষ বিষয়ে খুঁতখুঁতে। দক্ষিণ ভারতীয় পরিবারে বেড়ে উঠেছেন দীপিকা। বাবা-মা দু’জনেই বেঙ্গালুরুর বাসিন্দা। দক্ষিণ ভারত থেকে এসে বলিউডে নিজের কেরিয়ারের জমি শক্ত করেছেন ইন্ডাস্ট্রির প্রিয় ‘দিপু’ (এই নামেই দীপিকা পাড়ুকোনকে সম্বোধন করে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি)। ছোট থেকেই এক স্বভাবের অধিকারী তিনি। এবং এই স্বভাবই তাঁকে পরবর্তীকালে অনেক ধরনের সমস্যা থেকে উদ্ধার করেছে।
গোটা দেশে দীপিকাই ছিলেন সেই তারকা, যিনি কটাক্ষকে তোয়াক্কা না করে খোলাখুলি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন যে, তিনি মানসিক সমস্যায় আক্রান্ত। তিনি ডিপ্রেশন নামক ব্যাধির শিকার। সেই দীপিকা নিজেকে দুশ্চিন্তা মুক্ত করতে কী করেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্টই জানিয়েছেন, “আমি ঘর পরিষ্কার করতে ভালবাসি। এই অভ্যাস আমাকে দুশ্চিন্তা মুক্ত করে। এটা আমার অভ্যাস। ছোট থেকেই আমি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে খুঁতখুঁতে।” এছাড়াও, নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে দীপিকা তাঁর স্বামী রণবীর সিং, পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক সময় ব্যয় করেন। টিভি দেখতে খুবই ভালবাসেন তিনি। খেতে ভালবাসেন, তাই রেস্তরাঁয় গিয়ে বিভিন্ন ধরনের খাবার চেখে দেখেন। এবং গান। গান শুনতে ভীষণ ভালবাসেন দীপিকা।
দীপিকা পাড়ুকোনের আরও এক ‘ডি-স্ট্রেসিং’ পন্থা হল, তিনি ভীষণভাবে প্রায়ই ‘স্টেকেশনে’ চলে যান। অর্থাৎ, শহরের মধ্যেই কোনও হোটেলে থাকতে চলে যান। এবং যে-কোনও হোটেলেই থাকতে গিয়ে তিনি হোটেলের আসবাব, সাজানোর সামগ্রীর জায়গা পরিবর্তন করেন, ঘরটাকে নিজের মতো সাজিয়ে ফেলেন।