তাঁর কাজ নিয়ে, তাঁর পেশাদারিত্ব নিয়ে, তাঁর একনিষ্ঠতা নিয়ে সকলেই বাহবা দিতে থাকেন। তাঁর সময় জ্ঞানের প্রশংসা সর্বত্র। ঘড়ির কাঁটা ধরে সাত সকালে ফ্লোরে আসেন। সারাদিন কাজ করেন। বাড়ি ফিরে যান নির্দিষ্ট সময়ে। ওভার টাইম করেন না। বাড়িতে গিয়ে এক্সারসাইজ় করেন। রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন। শুতে যাওয়ার আগে সন্তানকে পড়ান। কোনও পার্টিতে যান না। কোনও ‘বদ’ অভ্যাসও নেই। এটাই অক্ষয় কুমার। পারফরম্যান্স নিয়ে কেউ তাঁর দিকে অভিযোগের আঙুল তুলতে পারেন না। প্রতি বছর ৪-৫টা ছবিতে অভিনয় করেন। সেই তালিকায় একটি ব্লকবাস্টার থাকেই। সেই অক্ষয়কেও পিছনে ফেলে দিয়েছে পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’।
কীভাবে? দেখুন…
কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মার্কিন মুলুক ও ভারতে মুক্তির আগে হুমকি পেয়েছিলেন পরিচালক। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। তেমনটাই দাবি করেছিলেন বিবেক। ছবি মুক্তির পরই আলোড়ন। ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের তাঁদেরই জন্মভূমি ভূস্বর্গ থেকে উৎখাতের হুবহু ঘটনা তুলে ধরেছেন বিবেক। এতটাই মর্মান্তিকভাবে সবটা তুলে ধরা হয়েছে, যে হলের মধ্যে দর্শক বিদ্রোহ করে উঠেছেন। কেঁদে ফেলেছেন হাউ-হাউ করে। কাশ্মীরি পণ্ডিতরাই বলেছেন, সবটাই সত্যি ঘটনা।
পালে-পালে দর্শক ছবি দেখতে ছুটেছেন প্রেক্ষাগৃহে। হলের বাইরে গোলমালের ঘটনাও শোনা গিয়েছে। কিন্তু তাতে কিছুই করা যায়নি। মাত্র ১৫ কোটি টাকায় তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন ২০০ কোটি ছাড়িয়েছে ২ সপ্তাহের মধ্যে। প্যান্ডেমিকের পরবর্তী সময়কার সবচেয়ে বেশি লাভের মুখ দেখা ছবির তকমাও পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রমরমা বাজারে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। ছবির আয় মাত্র ৫০ কোটি। প্যান্ডেমিকে হল ফোলার পর অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। ভাল ব্যবসাও করে ছবিটি। এখনও পর্যন্ত বলা হচ্ছিল, এটাই সবচেয়ে বেশি আয় করা পোস্ট-প্য়ান্ডেমিক বলিউড ছবি। কিন্তু ‘দ্য কাশ্মীর ফাইলস’ পিছনে ফেলে দিয়েছে ‘সূর্যবংশী’কেও।
এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু’ধরনের কথা চলছে। একটি দল অক্ষয়কুমারকে ট্রোল করতে শুরু করেছে। তাঁর মিম তৈরি করে বলা হচ্ছে কীভাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ অক্ষয়ের ছবিগুলিকে ‘ধোবি পাছার’ দিয়েছে।
শুরু হয়েছে নয়া হ্যাশট্যাগ: #বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পয়সা নিকাল
অন্যদলটি বিবেককে একহাত নিচ্ছে। তাঁদের বক্তব্য, ছবি এত রোজগার করছে, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ২০০ কোটি টাকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের অর্থিক দানের প্রসঙ্গ উঠেছে। শুরু হয়েছে নতুন হ্যাশট্যাগ, #বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পয়সা নিকাল!
আরও পড়ুন:Urfi Javed: কীভাবে হবেন ‘হট’ এবং ‘বোল্ড’, উরফির টিপস ভাইরাল নেটদুনিয়ায়
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হয়তো ওঁর মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল,’ কাঁদতে-কাঁদতে কেন বললেন ঋতুপর্ণা?
তাঁর কাজ নিয়ে, তাঁর পেশাদারিত্ব নিয়ে, তাঁর একনিষ্ঠতা নিয়ে সকলেই বাহবা দিতে থাকেন। তাঁর সময় জ্ঞানের প্রশংসা সর্বত্র। ঘড়ির কাঁটা ধরে সাত সকালে ফ্লোরে আসেন। সারাদিন কাজ করেন। বাড়ি ফিরে যান নির্দিষ্ট সময়ে। ওভার টাইম করেন না। বাড়িতে গিয়ে এক্সারসাইজ় করেন। রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন। শুতে যাওয়ার আগে সন্তানকে পড়ান। কোনও পার্টিতে যান না। কোনও ‘বদ’ অভ্যাসও নেই। এটাই অক্ষয় কুমার। পারফরম্যান্স নিয়ে কেউ তাঁর দিকে অভিযোগের আঙুল তুলতে পারেন না। প্রতি বছর ৪-৫টা ছবিতে অভিনয় করেন। সেই তালিকায় একটি ব্লকবাস্টার থাকেই। সেই অক্ষয়কেও পিছনে ফেলে দিয়েছে পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’।
কীভাবে? দেখুন…
কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মার্কিন মুলুক ও ভারতে মুক্তির আগে হুমকি পেয়েছিলেন পরিচালক। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। তেমনটাই দাবি করেছিলেন বিবেক। ছবি মুক্তির পরই আলোড়ন। ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের তাঁদেরই জন্মভূমি ভূস্বর্গ থেকে উৎখাতের হুবহু ঘটনা তুলে ধরেছেন বিবেক। এতটাই মর্মান্তিকভাবে সবটা তুলে ধরা হয়েছে, যে হলের মধ্যে দর্শক বিদ্রোহ করে উঠেছেন। কেঁদে ফেলেছেন হাউ-হাউ করে। কাশ্মীরি পণ্ডিতরাই বলেছেন, সবটাই সত্যি ঘটনা।
পালে-পালে দর্শক ছবি দেখতে ছুটেছেন প্রেক্ষাগৃহে। হলের বাইরে গোলমালের ঘটনাও শোনা গিয়েছে। কিন্তু তাতে কিছুই করা যায়নি। মাত্র ১৫ কোটি টাকায় তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন ২০০ কোটি ছাড়িয়েছে ২ সপ্তাহের মধ্যে। প্যান্ডেমিকের পরবর্তী সময়কার সবচেয়ে বেশি লাভের মুখ দেখা ছবির তকমাও পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রমরমা বাজারে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। ছবির আয় মাত্র ৫০ কোটি। প্যান্ডেমিকে হল ফোলার পর অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। ভাল ব্যবসাও করে ছবিটি। এখনও পর্যন্ত বলা হচ্ছিল, এটাই সবচেয়ে বেশি আয় করা পোস্ট-প্য়ান্ডেমিক বলিউড ছবি। কিন্তু ‘দ্য কাশ্মীর ফাইলস’ পিছনে ফেলে দিয়েছে ‘সূর্যবংশী’কেও।
এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু’ধরনের কথা চলছে। একটি দল অক্ষয়কুমারকে ট্রোল করতে শুরু করেছে। তাঁর মিম তৈরি করে বলা হচ্ছে কীভাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ অক্ষয়ের ছবিগুলিকে ‘ধোবি পাছার’ দিয়েছে।
শুরু হয়েছে নয়া হ্যাশট্যাগ: #বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পয়সা নিকাল
অন্যদলটি বিবেককে একহাত নিচ্ছে। তাঁদের বক্তব্য, ছবি এত রোজগার করছে, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ২০০ কোটি টাকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের অর্থিক দানের প্রসঙ্গ উঠেছে। শুরু হয়েছে নতুন হ্যাশট্যাগ, #বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পয়সা নিকাল!
আরও পড়ুন:Urfi Javed: কীভাবে হবেন ‘হট’ এবং ‘বোল্ড’, উরফির টিপস ভাইরাল নেটদুনিয়ায়
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হয়তো ওঁর মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল,’ কাঁদতে-কাঁদতে কেন বললেন ঋতুপর্ণা?