Urfi Javed: কীভাবে হবেন ‘হট’ এবং ‘বোল্ড’, উরফির টিপস ভাইরাল নেটদুনিয়ায়
Urfi Javed Trolling: উরফির ফ্যাশনের জন্য আলাদা কোনও ডিজ়াইনারের জন্ম হয়েছে কি? নিজেই মুখ খুলেছেন টেলিভিশনের তারকা। জানিয়েছেন, কীভাবে তাঁর মতো আরও 'সাহসী' ও 'উষ্ণ' হতে পারেন কেউ।
এক শ্রেণি তাঁকে ঘৃণা করেন কিংবা ট্রোল করেন। এক শ্রেণি তাঁকে বাহবা দেন। বাহবা দেন তাঁর ‘বিন্দাস’ মনোভাবকে। তাঁর ফ্যাশন স্টেটমেন্টকে। কথা হচ্ছে উরফি জাভেদকে নিয়ে। বর্তমানে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য ট্রোলড হন প্রতিমুহূর্তে। প্রত্যেক পোশাকেই এই বলিউডি তারকাকে নিয়ে ট্রোলিং। করণ জোহর সঞ্চালিত বিগবস ওটিটিতে অংশ নিয়েছিলেন উরফি জাভেদ। খবর রটেছিল, তিনি নাকি ফারহান আখতারের কন্যা। রেরে করে উঠেছিলেন শাবানা আজমি। বলেছিলেন, ‘পুরো মিথ্যা, বন্ধ করুন এসব মিথ্যা রটনা।’
View this post on Instagram
কথিত আছে, বিগবসের বাড়িতে তারকারা যোগ দেন আরও ভাল কেরিয়ার তৈরি করবেন বলে। হয়েছেও তাই। অনেকেই কেরিয়ারের নতুন মোড় আবিষ্কার করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য সানি লিওনির উত্থান। কিন্তু উরফির এখনও পর্যন্ত তা হয়নি। এখনও পর্যন্ত কোনও ছবিতে ডাক পাননি তিনি। সোনম কাপুরকে একবার করণ জোহন বলিউডের ফ্যাশনের ‘মন্ত্রী’র তকমা দিয়েছিলেন। উরফিও বর্তমানে জনপ্রিয় তাঁর পোশাকের কারণেই। কিন্তু তাঁর ফ্যাশন অন্য ধরনের। নেটিজ়েনদের ভাষায় ‘বোল্ড অ্যান্ড হট!’ প্রত্যেক ছবিতেই উষ্ণতা ছড়ান উরফি। বিগবস শেষ হতে না-হতেই তাঁর পোশাক নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। থামছেই না। আমরা নই, নেটিজ়েনরা বলেন, ভারী অদ্ভুত পোশাক পরেন উরফি। চোখে লেগে থাকে। অদ্ভুত সে সব কায়দার জামাকাপড়।
View this post on Instagram
ট্রোলিং যত হচ্ছে, ততই বাড়ছে উরফির ফ্যাশন। দিনে-দিনে হট থেকে আরও হট হচ্ছেন ২৪ বছরের টেলিভিশন তারকা। একটি পোশাক তাঁকে রিপিট করতে দেখা যায় না। সকলেই ভাবেন কে ডিজ়াইন করেন এই সমস্ত পোশাক। তা হলে কি এই সমস্ত ফ্যাশনের জন্য আলাদা কোনও ডিজ়াইনারের জন্ম হয়েছে? নিজেই মুখ খুলেছেন উরফি। জানিয়েছেন, কীভাবে তাঁর মতো আরও ‘সাহসী’ ও ‘উষ্ণ’ হতে পারেন কেউ।
উরফির ফ্যাশন সিক্রেট:
কোনও নির্দিষ্ট ডিজ়াইনার নেই উরফির। একই পোশাক বার বার পরেন তিনি। ফেলে দেন না কোনও ভাবেই। পুরনো পোশাক কেটে ক্রপটপ বানিয়ে ফেলেন। রং পাল্টে ফেলেন। ডাই করতে পাঠিয়ে দেন। কিন্তু কারও চোখে পড়ে না। এমনকী, আজ পর্যন্ত মিডিয়াও নাকি সে সব কারসাজি ধরতে পারেনি। ভাবুন!
View this post on Instagram
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হয়তো ওঁর মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল,’ কাঁদতে-কাঁদতে কেন বললেন ঋতুপর্ণা?
আরও পড়ুন: Godhuli Alap: অসমবয়সি প্রেম দর্শকের ভাল না লাগলে কী পাল্টাবে ‘গোধূলি আলাপ’-এর গল্প, পরিচালক বললেন…