CSK, IPL 2025: চিপকে কোনঠাসা CSK! ‘ঘরের মাঠে নেই বাড়তি সুবিধা’, RCB-র কাছে হেরে ‘যুক্তি’ সাজাচ্ছেন ফ্লেমিং
এ বার কেকেআরের পর আরও এক দল আইপিএলের ম্যাচে পিচ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে। চিপকে আরসিবির কাছে হারার পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতা: ১৮তম আইপিএলে (IPL) কয়েকটি ম্যাচের পর পিচ নিয়ে হচ্ছে চর্চা। উঠছে প্রশ্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর সরাসরি জানিয়েছে, হোম গ্রাউন্ডে পিচের সুবিধা পায়নি। ইডেনে কেকেআর নিজেদের মনপসন্দ পিচ পাবে না পরিষ্কার করে দিয়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। এ বার কেকেআরের পর আরও এক দল আইপিএলের ম্যাচে পিচ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে। চিপকে আরসিবির কাছে হারার পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। পিচের চারিত্রিক পরিবর্তনই নাকি ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হারের মূল কারণ। এমনটাই দাবি করছেন তিনি।
চিপকে বিরাটদের কাছে ৫০ রানে হারের পর ইয়েলোব্রিগেডের হেড কোচ ফ্লেমিং বলেন, “চিপকে কোনও হোম অ্যাডভান্টেজ পাইনি আমরা একাধিক অ্যাওয়ে ম্যাচ জিতেছি। তবে গত কয়েক বছর ধরে চিপকের উইকেট আমরা পড়তে পারিনি। এটা অবশ্য নতুন কিছু নয়। ফলে প্রতিদিন যতটা বুঝতে পারি, সেই অনুযায়ী খেলার চেষ্টা করি।”
ফ্লেমিং আরও বলেন, “ম্যাচ শুরুর আগে আমাদের পিচের ধরন বুঝতে একটু সমস্যা হয়েছে। আমরা পিচটা ঠিক বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম সময় যত গড়াবে শিশির পড়বে আর পিচ পিচ্ছিল হবে। আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। কয়েকটি সুযোগ মিস করেছি। সহজ সুযোগকে কাজে লাগাতে পারিনি। ওরা প্রথম থেকেই খুব আক্রমণাত্মক ব্যাটিং করছিল। আমরা ১৭৫ এর কাছাকাছি যেতে পারতাম। কিন্তু সেটা করে উঠতে পারিনি।”
এই খবরটিও পড়ুন




আরসিবির টপ অর্ডার অসাধারণ ব্যাটিং করেছিল এই ম্যাচে। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার এই ম্যাচে দুরন্ত ব্যাট করেন। ৫১ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন। কিং কোহলি ও ফিল সল্ট ওপেন করতে নেমে পাওয়ার প্লেয়ের সময়কে দারুণভাবে কাজে লাগান। সেই সুবাদে ১৯৬ রানের টার্গেট সেট করে সিএসকের জন্য। জবাবে ব্যাট করতে নেমে আরসিবির বোলারদের কাছে প্রথম থেকেই চাপে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং বিভাগ। চিপকে ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে শেষ হয়ে যায় ধোনিদের ইনিংস।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





