MS Dhoni: ৯-এ কেন ধোনি? CSK টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অখুশি নেটিজ়েনরা, প্রশ্ন প্রাক্তনীদেরও
CSK, IPL 2025: ১৮তম আইপিএল জয় দিয়ে শুরু করলেও চিপকে নিজেদের দ্বিতীয় ম্যাচ হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচ আরসিবি ৫০ রানে জেতার পর সিএসকে টিম ম্যানেজমেন্টের এক সিদ্ধান্ত নিয়ে উঠছে বড় প্রশ্ন।

কলকাতা: চেন্নাই সুপার কিংসের দূর্গ চিপক। সেখানেই কিনা দাপট দেখিয়ে আরসিবির (RCB) জয়। অনেকেই এমনটা কল্পনা করতে পারেননি। আর ৫০ রানে আরসিবি জেতার পর অনেকেই সিএসকে (CSK) টিম ম্যানেজমেন্টকে দুষছেন। কারণ, মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নয় নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ইয়েলোব্রিগেড। কেন নয়ে ধোনি? দলের প্রয়োজনে আগে কেন মাহি ব্যাট হাতে নামলেন না? প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তনী থেকে শুরু করে নেটিজ়েনরা।
চিপকে টস জিতে সিএসকের ক্যাপ্টেন শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯৬ রান তোলে আরসিবি। এরপর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে সিএসকে। এই অপ্রত্যাশিত হারে সিএসকের অনুরাগীদের মন খারাপ যেমন হয়েছে, তেমনই তাঁরা চটেছেন ধোনিকে নয়ে নামানো নিয়ে।
এই খবরটিও পড়ুন



আরসিবির বিরুদ্ধে এক সময় ২৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। সেখান থেকে ১০০ রানের গণ্ডি পেরোনোর সিএসকে আগে উইকেট হারিয়ে ফেলে মোট ৭টি। দলের প্রয়োজনে ধোনিকে কেন আগে নামানো হল না? তা নিয়েই যত প্রশ্ন, চর্চা। ৯ নম্বরে নেমে ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ধোনি। দেশের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে লিখেছেন। তাঁর কথায়, “আরসিবির গুরুত্বপূর্ণ জয়। চিপকের দূর্গে জয়, এ বছর ওদের সফরে সাহায্য করবে, আত্মবিশ্বাস বাড়াবে। ৯ নম্বরে ধোনির ব্যাটিংয়ে নামা মোটেও যুক্তিসঙ্গত নয়। এ বছর ও যদি একটু আগে নামে, তা হলে সিএসকের নেটরানরেটে উন্নতি হবে।”
Important win for RCB. A win at the fortress in Chepauk will be a huge boost in their campaign this year. Dhoni coming at number 9 dint make sense at all. Him coming earlier could have helped CSK’s NRR in their campaign this year.
— Robbie Uthappa (@robbieuthappa) March 28, 2025
উথাপ্পার পাশাপাশি দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও নয় নম্বরে ধোনির ব্যাটিংয়ে নামা সমর্থন করতে পারেননি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি কখনওই ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামার পক্ষপাতী নই। এটা দলের জন্যও ঠিক নয়।”
I will never be in favour of Dhoni batting at number 9. Not ideal for team.
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2025
দেশের তারকা ক্রিকেটারদের পাশাপাশি নেটিজ়েনরাও প্রশ্ন তুলেছেন সিএসকে টিম ম্যানেজমেন্টের উপর।
Really disappointed with Dhoni coming to bat at no.9 after the game is over, could’ve easily came in at 6 and carried CSK’s hopes, why are you fooling us Thala 🙏 pic.twitter.com/ZtPK0stK63
— Beast (@Beast__07_) March 28, 2025
Dhoni coming at no 9 is lowest point in his career. He should retire gracefully than this embarrassment. #IPL2025 #RCBvCSK
— kirat.13_ (@kirat8513) March 28, 2025
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





