Skin Care Tips: সানস্ক্রিন মাখলেই অ্যালার্জি হয়? চিন্তা নেই ভরসা রাখুন এই সব উপাদানে
Skin Care Tips: অ্যালার্জির সমস্যা থেকে ব্রণ-ফুস্কুড়ি অনেক কিছুই হতে পারে। তাহলে উপায়? চিন্তা নেই, সানস্ক্রিন না মেখেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব। তার জন্য ভরসা রাখতে পারেন কিছু ভেষজ সামগ্রীর উপরে। জানেন কী কী সেগুলি?

এখনই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। বাইরে বেরোলে যেন পুড়ে যাচ্ছে গায়ের চামড়া। তাই এই সময়ে ত্বককে ভাল রাখতে হলে ত্বকের যত্নব নেওয়াটা খুবই জরুরি। চড়া রোদে ত্বকের যত্ন নিতে বিশেষজ্ঞরা বারবার সান স্ক্রিন মাখার পরামর্শ দেন। তবে সমস্যা অন্য জায়গায়। এই সানস্ক্রিন আবার সক্লের সহ্য হয় না। অ্যালার্হজির সমস্যা থেকে ব্রণ-ফুস্কুড়ি অনেক কিছুই হতে পারে। তাহলে উপায়? চিন্তা নেই, সানস্ক্রিন না মেখেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব। তার জন্য ভরসা রাখতে পারেন কিছু ভেষজ সামগ্রীর উপরে। জানেন কী কী সেগুলি?
১। অ্যালো ভেরা – অ্যালো ভেরা জেলও সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে। ত্বকের সংক্রমণ, জ্বালা বা র্যাশের সমস্যা থাকলেও অ্যালো ভেরা জেল লাগাতে পারেন। তবে সরাসরি ত্বকে অ্যালো ভেরা লাগাবেন না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
২। নারকেল তেল – বাইরে বেরনোর আগে শরীরে নারকেলের তেলের পরত লাগিয়ে নিন। নারকেল তেল শরীরের প্রদাহ কমায়। ফলে ত্বক লাল হয় না ও চট করে পুড়ে যায় না।
৩। চন্দনবাটা – চন্দনের প্রলেপ রোদে পোড়া ত্বককে শীতল রাখে। ত্বক পুড়ে গেলে বা কালচে ছোপ পড়লে অথবা ব্রণ-ফুস্কুড়ি হলে তার উপর চন্দনের প্রলেপ লাগানোর টোটকা বাড়ির বয়স্করাই দেন। আপনার রোজর ব্যবহারের ক্রিমে খানিকটা চন্দনবাটা মিশিয়ে রাখুন। তাতেও ভাল কাজ হবে।





