Brazil Football: আর্জেন্টিনার কাছে হেরে ছাঁটাই দোরিভাল! নতুন কোচ আন্সেলত্তি?
লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা পর্বে ব্রাজিল বেশ চাপে। পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে তারা। নতুন কোচ এসে কি সেই চাপ কাটাতে পারবেন? ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন কাউকে চাইছে, যিনি পুরো টিমের ভোলবদল করে দেবেন।

কলকাতা: তিতে থেকে শুরু, দোরিভালে শেষ। তিন বছরে ৪ কোচ ছাঁটাই ব্রাজিলে। আর্জেন্টিনার কাছে ১-৪ হারের পরই প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দোরিভাল জুনিয়র। তারই জেরে দেশে ফেরা মাত্রা জাতীয় টিমের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হল দোরিভালকে। লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা পর্বে ব্রাজিল বেশ চাপে। পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে তারা। নতুন কোচ এসে কি সেই চাপ কাটাতে পারবেন? ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন কাউকে চাইছে, যিনি পুরো টিমের ভোলবদল করে দেবেন।
২০২৪ সালে ব্রাজিলের কোচ হয়েছিলেন দোরিভাল। ব্রাজিলের হয়ে ১৬টি ম্যাচে কোচিং করিয়েছেন। জিতেছেন ৭টি ম্যাচ, ড্র ৬টি। এবং তিনটি ম্যাচে হার। প্রশ্ন হল, দোরিভালের পরিবর্তে কে হবেন ব্রাজিলের কোচ? দু’জনের নাম ঘুরছে। এই দুজনের কেউ যদি কোচ হন, ব্রাজিল ফুটবলে তৈরি হবে নতুন ইতিহাস। প্রথম জনের নাম কার্লো আন্সেলত্তি। দোরিভালের আগে আন্সেলত্তিকেই প্রস্তাব দেওয়া হয়েছিল কোচ হওয়ার জন্য। কিন্তু তিনি রাজি হননি। শোনা গিয়েছিল, তখন ব্রাজিলের দায়িত্ব নিতে তৈরি ছিলেন না আন্সেলত্তি। পরিস্থিতি নাকি বদলেছে অনেকটাই। আন্সলেত্তির সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রড্রিগেজ। শুধু আন্সেলত্তিই নন, সৌদি লিগের টিম আল হিলালের কোচ জর্জে জেসুসের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে। এঁদের কেউ কোচ হলে ব্রাজিল জাতীয় টিমে প্রথম কোনও বিদেশি কোচ দেখা যাবে।
আবার প্রেসিডেন্ট ভোটে জেতা রড্রিগেজ ব্রাজিলের সাম্প্রতিক ফলে খুবই হতাশ। দায় যে তাঁর উপর বর্তাচ্ছে, ভালোই জানেন। আর তাই জাতীয় টিম যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, সেই চেষ্টা শুরু করে দিয়েছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের বড় কোনও ট্রফি নেই। আন্সেলত্তি বা জেসুস যে-ই কোচ হোন না কেন, তাঁর জন্য অপেক্ষা করে থাকবে বিরাট চ্যালেঞ্জ।





