Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2025: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে স্বপ্নপূরণের যাত্রা শুরু ২৮ টাইগার্স-টাইগ্রেসের

টিভি নাইন শুধু দেশের বৃহত্তম নেটওয়ার্কই নয়। স্বপ্ন দেখতেও শেখায়। ব্যতিক্রমী ভাবনার জন্যই অনেক এগিয়ে থাকা একটি সংস্থা হিসেবে প্রশংসিত। সেই ভাবনার সুফল 'নিউজ৯ ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস।'

WITT 2025: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে স্বপ্নপূরণের যাত্রা শুরু ২৮ টাইগার্স-টাইগ্রেসের
WITT 2025: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে স্বপ্নপূরণের যাত্রা শুরু ২৮ ফুটবলারের Image Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 7:01 PM

আজকের শিশুরাই আগামীর নাগরিক। সম্ভবনার বীজ সঠিকভাবে বপন করা সম্ভব হলে, ভবিষ্যতে যে সুফল মিলবে, উজ্জ্বল ও আলোকিত হবে দেশ ও সমাজ, তা বলার অপেক্ষা রাখে না। এই উপলব্ধি থেকেই টিভি নাইন নেটওয়ার্ক সারা দেশ খুঁজে ফুটবল প্রতিভাদের সন্ধানে নেমেছে। যোগ্যতমদের বাছাই করে চূড়ান্ত পর্যায়ে তাঁদের আন্তর্জাতিক মঞ্চে প্রশিক্ষণেরও যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক। এ বার এই উদ্যোগ চূড়ান্ত প্রশংসিত হল স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। টিভি নাইন নেটওয়ার্ক আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ ২০২৫ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা মঞ্চে উপস্থিত হয়ে শুক্রবার ফুটবল প্রতিভা অন্বেষণের (নিউজ৯ ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস) ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। একটি নিউজ নেটওয়ার্ক হিসেবে টিভি নাইন কেবলমাত্র নিজেদের উন্নতির কথা না ভেবে, যেভাবে দেশ ও জাতিকে প্রশিক্ষণ ও ক্ষমতায়নের মাধ্যমে উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করার উদ্যোগ নিয়েছে, তা বিশেষভাবে বাহবা কুড়িয়ে নেয় প্রধানমন্ত্রীর কাছ থেকে।

ক্রিকেটে বহু আগে ভারতের মাথায় সেরার শিরোপা। ক্রিকেট বিশ্ব দাপিয়ে শাসন করে ভারত সন্তানেরা। এ ছাড়া নানা খেলায় ভারতীয়দের সাফল্য বারংবার নজর কেড়েছে দুনিয়ার। প্রধানমন্ত্রীরও স্বপ্ন ২০৩৬-এ তাই দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করার। কিন্তু ফুটবলের মতো একটা অতি জনপ্রিয় খেলায় আন্তর্জাতিক মানচিত্রে দুর্ভাগ্যজনকভাবে ভারত আজও অনেকটা পিছিয়ে। এমন একটা পরিস্থিতিতে ভারতের ফুটবল প্রতিভাদের খুঁজে বার করে আন্তর্জাতিক প্রশিক্ষণের আয়োজন, তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ফুটবলে ভারতকে যাঁরা সাফল্যের স্বাদ দেবেন আগামীদিনে তেমন ছেলে মেয়েদের ইতিমধ্যেই খুঁজে বের করেছে টিভি নাইন নেটওয়ার্ক। সারা দেশে প্রতিভার অন্বেষণ হয়েছে। ছেলে ও মেয়েদের দুটো টিমও তৈরি। এরাই ভারতের বিশ্বকাপ স্বপ্ন পূরণ করবে।

২০২৪ সালের এপ্রিলের দিকে শুরু হয় প্রতিভার খোঁজ। দেশের বিভিন্ন শহরে একাধিক পর্যায়ের মধ্যে দিয়ে প্রতিভা ঘষামাজাও চলেছে। ১৪ জন ছেলেকে বাছা হয়েছে সেখান থেকে। একইসঙ্গে বাছা হয়েছে মেয়েদের ১৪ জনের টিমও। পরবর্তী ধাপে ছেলে ও মেয়েদের এই দুটো টিম অস্ট্রিয়া ও জার্মানিতে ট্রেনিং নেবে। আধুনিক পরিকাঠামো, উন্নত মানের কোচ এবং ইউরোপীয় ফুটবলে খেলার সুবর্ণ সুযোগ এদের আন্তর্জাতিক ফুটবলার গড়ে তুলতে সাহায্য করবে।

টিভি নাইন শুধু দেশের বৃহত্তম নেটওয়ার্কই নয়। স্বপ্ন দেখতেও শেখায়। ব্যতিক্রমী ভাবনার জন্যই অনেক এগিয়ে থাকা একটি সংস্থা হিসেবে প্রশংসিত। সেই ভাবনার সুফল ‘নিউজ৯ ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস।’ ছেলে ও মেয়েদের টিম এদিন দিল্লিতে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ অনুষ্ঠানে হাজির ছিলেন। তাঁরা এসে দেখা করে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী তাঁদের আশীর্বাদ করলেন, ভারতের স্বপ্নপূরণ করো।