Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: ১৪ বছর পর…, বিশ্বকাপের আগে ফের ভারতে মেসির আর্জেন্টিনা

Lionel Messi-Argentina Football Team: ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে আসছে মেসি ও আর্জেন্টিনা। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Lionel Messi: ১৪ বছর পর..., বিশ্বকাপের আগে ফের ভারতে মেসির আর্জেন্টিনা
Image Credit source: AFA
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 7:42 PM

সেই ২০১১ সাল। ভারতের মাটিতে পা রেখেছিল আর্জেন্টিনা ফুটবল টিম। বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। জাতীয় দলে তাঁর ক্যাপ্টেন্সির শুরুটা হয়েছিল ভারতের মাটিতেই। আরও নির্দিষ্ট করে বললে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে আসছে মেসি ও আর্জেন্টিনা। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কিংবদন্তি ফুটবলার মেসি সহ আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতে আসছে। এর আগে কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। একটি আন্তর্জাতিক ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তারই অংশ হিসেবে ভারত সফর। তবে শুধুমাত্র কেরলেই খেলার কথা আর্জেন্টির।

ইতিমধ্যেই আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও যোগ্যতা অর্জন পর্বের শেষ দুটো ম্যাচে খেলেননি লিও মেসি। বুধবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের হাইভোল্টেজ ম্যাচে মেসিকে ছাড়াই ব্রাজিলকে ৪-১ গোলে পরাস্ত করে আর্জেন্টিনা। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে লিওনেল স্কালোনির টিম। ব্রাজিলের বিরুদ্ধে গোল করেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ,ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিয়েনো। ব্রাজিলের হয়ে একমাত্র গোল কুনহার।

আগামী ফিফা বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে। আয়োজক তিন দেশ ছাড়া প্রথম দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল জাপান। এরপর নিউজিল্যান্ডও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে। দক্ষিণ আমেরিকা থেকে মোট ৬টি দলের কাছে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। যার মধ্যে আর্জেন্টিনা নিশ্চিত।